Advertisement

ইউটিলিটি

চাপে পড়ে Tourist Special ভিস্তাডোম কোচের ভাড়া কমাচ্ছে রেল

Aajtak Bangla
  • আলিপুরদুয়ার,
  • 16 Nov 2021,
  • Updated 10:26 PM IST
  • 1/8

কমতে চলেছে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন ভিস্তাডোমের ভাড়া। বাড়তে চলেছে ভিস্তাডোম  কোচের সংখ্যা সেই সাথে সপ্তাহে সাতদিন ট্যুরিস্ট স্পেশাল এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে আলিপুরদুয়ার রেল ডিভিশন।
 

  • 2/8

পর্যটকদের জন্য রয়েছে আরও একটি খুশির খবর। পর্যটকদের মনোরঞ্জনের জন্য বন্ধ হয়ে যাওয়া আদিবাসী নৃত্য ফের চালু করার চিন্তা ভাবনা করছে আলিপুরদুয়ার রেল ডিভিশন।

  • 3/8

উত্তর-পূর্ব সীমান্ত রেলের এই সিদ্ধান্তে খুশির হাওয়া পর্যটক এবং পর্যটন শিল্প মহলে। ১৮ আগষ্ট নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্যুরিস্ট স্পেশাল এই ট্রেন যাত্রা শুরু করে আলিপুরদুয়ার জংশনে এসে পৌঁছয় ৷

  • 4/8

শুরু থেকেই পর্যটকদের কাছে  ভিস্তাডোমের জনপ্রিয়তা ছিলো তুঙ্গে।ভিস্তাডোম চালুর শুরুর দিন থেকে প্রথমে সপ্তাহে তিনদিন করে এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় আলিপুরদুয়ার রেল ডিভিশন। তবে এর জনপ্রিয়তা বাড়তে থাকায় অক্টোবর মাসের ছয় তারিখ থেকে এই ট্রেন সপ্তাহে ছয় দিন করে চালানো শুরু করে রেল ডিভিশনের কর্তারা।
 

  • 5/8

এর মাঝে আইআরসিটিসি এবং রেল দপ্তরের টানাপোড়েনের জেরে  আচমকাই বন্ধ হয়ে যায় পর্যটকদের মনোরঞ্জনের জন্য আদিবাসী নৃত্য। এ ছাড়াও ভিস্তাডোমের অতিরিক্ত ভাড়ার জন্য  ভিস্তাডোমের জনপ্রিয়তায় বেশ কিছুটা ভাটা পড়ে। ফলে অক্টোবরের ১৮ তারিখ থেকে ফের সপ্তাহে তিনদিন করে ট্যুরিস্ট স্পেশাল এই ট্রেন চালানো শুরু করে রেলদপ্তর।

  • 6/8

যদিও রেলদপ্তর ভিস্তাডোম চালানোর উপর সমিক্ষা করে দেখেছে ট্রেনের জনপ্রিয়তা অটুট আছে তবে অতিরিক্ত ভাড়া এবং আদিবাসী নৃত্য চালু হলেই ফের ভিস্তাডোম সফরে মজা নেবেন পর্যটকরা। রেলের এই সিদ্ধান্তে খুশি পর্যটকরা।

 

  • 7/8

আলিপুরদুয়ার রেল ডিভিশনের ডিআরএম দিলীপ কুমার সিং জানিয়েছেন আগামী ২২ নভেম্বর থেকে ট্যুরিস্ট স্পেশাল ভিস্তাডোম কোচের ট্রেনটি সপ্তাহে সাতদিন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • 8/8

পাশাপাশি পর্যটকদের বিনোদনের জন্য আদিবাসী নৃত্য ফের চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এত দিন ভিস্তাডোমের একটি মাত্র কোচ ছিল। ২২ নভেম্বর থেকে ট্যুরিস্ট স্পেশাল এই ট্রেনটির সাথে আরেকটি ভিস্তাডোম কোচ লাগানো হবে।

Advertisement
Advertisement