খুব দ্রুত গতিতে করোনা তার চরিত্র বদলাচ্ছে। ফলে বদলে যাচ্ছে সংক্রমিতের লক্ষণও। যেমন করোনার প্রথম ঢেউয়ে জ্বর হতো। তবে এখন কোনও কোনও রোগীর আক্রান্তের জ্বর হচ্ছে না। এতে তাঁরা বুঝতে পারছেন না, করোনায় আক্রান্ত কিনা। তাহলে জ্বর না হলেও কীভাবে বুঝবেন আপনি করোনায় আক্রান্ত? সম্প্রতি চিনে হওয়া এক গবেষণায় দাবি করা হয়েছে, করোনা হলে চোখ লাল বা গোলাপী রঙের হতে পারে। জলও পড়তে পারে চোখ থেকে।
একটানা কাশি হওয়াও করোনার অন্যতম লক্ষণ। যদিও ধূমপানের কারণেও অনেকের কাশি হয়। তবে বিশেষজ্ঞদের মতে, লাগাতার কাশি হলে চিকিৎসককে দেখানো উচিত।
শ্বাস-প্রশ্বাসে সমস্যা করোনার অন্যতম উপসর্গ। স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নেন আপনি। করোনায় আক্রান্ত হলে শ্বাস নিতে কষ্ট হতে পারে। মাঝে মাঝে দমবন্ধ মনে হবে।
বুকে ব্যথা ওঠাও করোনার আর একটি লক্ষণ। এই ধরনের রোগীকে বাড়িতে ফেলে না রেখে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত।
করোনায় আক্রান্ত হলে জিভে স্বাদ পাবেন না। আবার গন্ধ পাওয়া বন্ধ হয়ে যাবে। যত বেশি সংক্রমিত হবেন, ততই স্বাদ ও গন্ধ হারাবেন।
কোভিডে আক্রান্ত হলে নিজেই বুঝতে পারবেন, আপনার কাজ করার ক্ষমতা আগে থেকে কমেছে। অল্পতেই ক্লান্ত হয়ে পড়বেন।
এছাড়াও কাশি, গলায় ব্যথা, পায়খানা পরিষ্কার না হওয়া, হাতে-পায়ে ব্যথার মতো উপসর্গ দেখলে করোনা পরীক্ষা করান।
জ্বর না এলেও মাঝে মাঝে শরীরের তাপমাত্রা মেপে নিন।
চিকিৎসকরা এও বলছেন, পেট খারাপ হলেই যে করোনা হয়েছে, এমনটা ভাবার প্রয়োজন নেই। তবে সাবধানে থাকা ভালো।