Advertisement

পশ্চিমবঙ্গ

Cyclone Sitrang Update : বাড়িতে কালীপুজো, তারমধ্যেই সিতরাং নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী মমতার

Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Oct 2022,
  • Updated 7:16 PM IST
  • 1/7

ঘূর্ণিঝড় সিতরাং (Cyclone Sitrang) পরিস্থিতিতে মানুষকে নিরাপদে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

  • 2/7

আবহাওয়া দফতর বলছে, গত ৬ ঘণ্টায় উত্তর-উত্তরপূর্ব দিকে ৩৩ কিলোমিটার বেগে সরেছে ঘূর্ণিঝড়। ২৫ অক্টোবর ভোরের দিকে এটির বাংলাদেশের তিনকোনা দ্বীপ এবং সন্দ্বীপের কাছাকাছি পৌঁছনোর কথা। 

আরও পড়ুনশীতেও ত্বক থাকবে চকচকে, স্নানের জলে মাত্র দু'ফোঁটা মেশান এই জিনিস

  • 3/7

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ম্যাপে দেখা যাচ্ছে, ঘূর্ণিঝড় বাংলাদেশে প্রবেশ করেছে। রাত বারোটা নাগাদ বড়িশালে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড়ের। এর ফলে বাংলায় হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে।

  • 4/7

আগামিকাল ভোরের দিকে আবহাওয়া আরও একটু খারাপ হতে পারে বলেই আশঙ্কাপ্রকাশ করেন তিনি। 

  • 5/7

মুখ্যমন্ত্রী বলেন, যাঁদের সরিয়ে নিয়ে আসা হয়েছে, তাঁরা সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত ফিরে যাবেন না। সুন্দরবন-সাগরের মতো যে সব জায়গায় বেশি সমস্যা রয়েছে সেখানে মানুষকে সরকারের সঙ্গে সহযোগিতা করার আবেদনও জানান তিনি। 

  • 6/7

একইসঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা জারি থাকবে বলেও জানান মমতা।

  • 7/7

মানুষকে নিজের নিজের মতো করে উৎসব উপভোগের বার্তা দিলেও বেশি ঝড়বৃষ্টিতে বাইরে না বেরোনোরই পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement