Sitrang Impact On North Bengal: কয়েক ঘন্টার মধ্যেই স্থলভাগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় সিতরাং। এর অভিমুখ রয়েছে উত্তর-উত্তর-পূর্ব দিকে। আগে আবহাওয়া দফতর পূর্বাভাস পশ্চিমবঙ্গের উপকূল ঘেঁষে যাওয়ার কথা বললেও, বর্তমানে তা আরও উত্তর-উত্তর-পূর্ব দিকে সরে যাচ্ছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার থেকে দাপট দেখানো শুরু করবে ঝড়টি। ইতিমধ্যেই রাজ্যে সরকারের তরফে সব রকম সতর্কতা নেওয়া হয়েছে। জারি করা হয়েছে অ্যালার্টও। তার মধ্যে আশঙ্কিত উত্তরবঙ্গবাসীও। তার কারণও আছে।
কারণ দুর্গাপুজো, লক্ষ্মীপুজো ভুগিয়েছে আবহাওয়া। বৃষ্টির মধ্যেই কেটেছে গোটা পুজো। এবার সিতরাংয়ের প্রভাব কালীপুজোতেও পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে কবে হবে বৃষ্টি।
সোমবার আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ অক্টোবর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
সোমবারও বৃষ্টি হবে বলে জানানো হয়েছিল। তেমন বৃষ্টি না হলেও আলিপুরদুয়ার, কোচবিহারে হাওয়ার দাপট ছিল ভাল। সারাদিনই আকাশ মেঘলা ছিল উত্তরবঙ্গের সর্বত্রই। এমনকী কয়েকটি জায়গায় হাওয়ার দাপটে কালীপুজোর প্যান্ডেল হেলে পড়েছিল।
তবে আগামী ৫ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দিন এবং রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। দিনে তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি থাকলেও রাতে ১২-১৩ ডিগ্রিতে নেমে আসবে।
দার্জিলিং, কালিম্পং জেলার পাহাড়ে স্বাভাবিক তাপমাত্রা দিনের বেলায় ১১-১২ ডিগ্রির মধ্যে থাকলেও রাতে ১০ ডিগ্রির নীচে চলে আসতে পারে। সারাদিনই হালকা শীতের আমেজ মিলবে।
বুধবার থেকে ফের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে। পাহাড়ে ধস সতর্কতা জারি করা হয়েছে।