Advertisement

পশ্চিমবঙ্গ

Dugra Puja 2021 : গান গেয়ে মঞ্চ মাতালেন মদন, 'ঢ্যাঁড়স স্লিম হয়েছে', শুভেন্দুকে কটাক্ষ!

দীপক দেবনাথ
  • বনগাঁ,
  • 10 Oct 2021,
  • Updated 6:39 PM IST
  • 1/15

Dugra Puja 2021: বাংলার রাজনীততে বহুচর্চিত নাম মদন মিত্র (Madan Mitra)। বিভিন্ন রূপে দেখা যায় তাঁকে। এক এক সময়ে এক এক রকম কর্মসূচিতে অংশ নেন তিনি।

  • 2/15

সেখানে অভিনত্বের ছোঁয়া থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় তাঁকে (Madan Mitra) বলেছিলেন 'কালারফুল'।

  • 3/15

রবিবার যেমন দেখা গেল তাঁকে (Madan Mitra) এক নয়া ভূমিকায়। এদিন তিনি এক পুজো কমিটির উদ্বোধনে এসে গান করলেন।

  • 4/15

মাইক হাতে বক্তৃতা তাঁর কাছে নতুন কিছু নয়। তবে গান করবেন, কেউ ভাবতে পারেননি বোধহয়। আর মাতিয়ে দিলেন পুজো।

  • 5/15

বনগাঁয় পুজো উদ্বোধন এসে গান গেয়ে মাতালেন মদন মিত্র (Madan Mitra)। বিজেপি থেকে তৃণমূলে আসা নেতাদের করলেন কটাক্ষ।

  • 6/15

রবিবার বনগাঁ শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের ৩৬তম দুর্গাপুজোর উদ্বোধনে এসেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, কামারাহাটির বর্তমান বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।

  • 7/15

ছিলেন লাভলী মৈত্র সহ অন্যানরা। মদন নানা গান গেয়ে মাতিয়ে দিলেন।

  • 8/15

পরে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি শুভেন্দু অধিকারীকে কুমড়ো বলে কটাক্ষ করেন।

  • 9/15

গান করলেন, 'কুমড়োগুলো ফুলো ফুলো/অনেক দামে বিক্রি হল। সঙ্গে ছিল  ঢ্যাঁড়সগুলি সব ব্যাক করছে।

  • 10/15

তিনি আরও বলেন, আমি বাংলার ত্রাস হতে চাই না। আমি চাই বিজেপি যখন দাঙ্গা করবে তখন বনগাঁর ত্রাস হতে। 

  • 11/15

মণ্ডপের দ্বার ফিতে কেটে উদ্বোধন করার পরে করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই পুজোর উদ্যোক্তা ডাকু এবং জ্যোৎস্নার সঙ্গে আমার পুরনো সম্পর্ক।

  • 12/15

তিনি বলেন, ডাকু এখন চেয়ারম্যান নেই তাই বলে তো সম্পর্ক হারিয়ে যেতে পারে না। ডাকুর আহ্বানে সাড়া দিয়ে আজকে এই পুজো উদ্বোধন করলাম।

  • 13/15

বিজেপি থেকে দলে  ফেরা নেতাদের ঢ্যাঁড়স-মুলো বলে কটাক্ষ প্রসঙ্গে তিনি বলেন, এটা গানের লাইন। যদিও ঢ্যাঁড়সগুলো আগে থেকে স্লিম হয়েছে।

  • 14/15

বিধানসভা ভোটের সময় প্রার্থীতালিকায় নাম দেখার পরই প্রচারে নেমে পড়েছিলেন তৃণমূল নেতা মদন মিত্র। ঢোল বাজাতে দেখা গিয়েছিল তাঁকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছিলেন মদন মিত্রকে। নাম ঘোষণার পরেই উৎসবের চেহারা নিয়েছিল উত্তর ২৪ পরগনা জেলার বেলঘড়িয়ার রথতলা এলাকা।

  • 15/15

ফুলের মালা পরিয়ে তাঁকে স্বাগত জানান দলের কর্মীরা। দলের কর্মী সমর্থকরা বাজি ফাটিয়ে নাচানাচি শুরু করেন। এরপর রথতলা এলাকায় জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেন মদন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement