আগেই অষ্টমী থেকে রাজ্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। এবার ষষ্ঠী-সপ্তমীতেও বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ১৩ তারিখ অষ্টমীর দিন থেকে বর্ষা বিদায়ের পালা শুরু বঙ্গে। তার আগে ষষ্ঠী ও সপ্তমীতেও বিক্ষিপ্তভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।
তবে এই ২দিন মোটের ওপর আকাশ পরিষ্কার থাকবে বলেই জানা যাচ্ছে।
হাওয়া অফিস জানচ্ছে, আজ ষষ্ঠীতে (Maha Sasthi 2021) শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সেটিও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
হাওয়া অফিস আরও জানাচ্ছে, বুধবার, অষ্টমীর দিন থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জায়গায় শুরু হতে পারে প্রবল বর্ষণ। বৃষ্টির পরিমান বাড়তে পারে নবমী ও দশণীতে।
এক্ষেত্রে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি। তাই দক্ষিণবঙ্গবাসী সপ্তমীর মধ্যে ঠাকুর দেখার প্ল্যান সেরে ফেললে ভাল করবেন।
অন্যদিকে একেবারে শুকনো যাবে না উত্তরও। ষষ্ঠীতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিম্পং-এ। তবে মোটের ওপর উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়া পুজোর দিনগুলিতে শুষ্ক থাকবে বলেই জানা যাচ্ছে।