Advertisement

পশ্চিমবঙ্গ

করোনায় ছোট দুর্গার চাহিদা বাড়ছে, শান্তিপুরের প্রতিমা যাচ্ছে কুমোরটুলিতে

বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • শান্তিপুর,
  • 01 Sep 2021,
  • Updated 6:30 PM IST
  • 1/5

করোনা পরিস্থিতিতে খর্ব হচ্ছে দুর্গা প্রতিমার আকার। তবে আকার ছোট হলেও শান্তিপুরের (Santipur) বিভিন্ন পালবাড়িতে তৈরি সেইসব প্রতিমা প্রতিদিনই পৌঁছে যাচ্ছে কলকাতার কুমোরটুলিতে (Kumortuli)। 

  • 2/5

গতবছর অনেক দুর্গা প্রতিমার (Durga Idol) আকার-আকৃতি ছোটো করে স্বাস্থ্যবিধি মেনে কার্যত নমো নমো করে পুজো হয়েছে। কোথাও আবার সম্পূর্ণভাবে বন্ধ ছিল পুজো। তবে ঠাকুরের আকার ছোট করার প্রবণতা জন্মে গিয়েছে সেই থেকেই। 

  • 3/5

এই বছরেও বড় দুর্গা প্রতিমার অর্ডার খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। এই মুহূর্তে শান্তিপুরের মৃৎশিল্পীদের দেশ বিদেশের বায়না দেওয়া প্রতিমা তৈরির পাশাপাশি কলকাতার কুমারটুলির অর্ডারও সামলাতে হচ্ছে। তবে সব ক্ষেত্রেই খর্ব হয়েছে প্রতিমার আকৃতি। 

  • 4/5

এই বিষয়ে শান্তিপুরের গোপালপুরের মৃৎশিল্পী সোমনাথ পাল বলেন, বংশপরম্পরায় তাঁরা এই কাজের সঙ্গে যুক্ত। গত লকডাউনে না খেতে পাওয়ার মতো অবস্থা হয়েছিল। তবে কুমারটুলির অর্ডার কিছুটা স্বস্তি যুগিয়েছে পরিবারে। ১৫ ইঞ্চি এবং ২৪ ইঞ্চি, এই দুই মাপের পঞ্চাশটি ঠাকুরের অর্ডার পেয়েছেন তাঁরা। কলকাতার কুমোরটুলি থেকে প্রাপ্ত ছবি অনুযায়ী তাঁরা বিভিন্ন ধরনের প্রতিমা প্রস্তুত করেছেন। তবে বিমানে দূর-দূরান্তে নিয়ে যাওয়ার জন্য প্রতিমার ওজনের পরিমান বেঁধে দেওয়া হয়েছে। 

  • 5/5

এই প্রতিমাগুলি বেশিরভাগ মাটির তৈরি হলেও, কিছু প্রতিমা আবার সহজে ভঙ্গুর নয় এমন উপাদান দিয়েও তৈরি হচ্ছে। এদিকে পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, প্রতিমার আকার ছোট হলেও রীতিনীতি পালনে কোরওরকম খামতি রাখবেন না তাঁরা।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement