Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : বদলাচ্ছে আবহাওয়া? আগামী কয়েকদিনের বৃষ্টির খবর দিল হাওয়া অফিস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Sep 2021,
  • Updated 10:51 AM IST
  • 1/6

গতমাসে, কমবেশি ভালোই বৃষ্টি হয়েছে রাজ্যে। বিশেষত উত্তরবঙ্গে (Northe bengal) বৃষ্টির পরিমান যথেষ্টই ছিল। কিন্তু এই মাস পরেই আবহাওয়ায় বেশ খানিকটা পরবর্তন। 

  • 2/6

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে ভারি বৃষ্টির পূর্বাভাস সেভাবে নেই। বরং বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। 

  • 3/6

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) আরও জানাচ্ছে, রাজ্যে দক্ষিণপূর্ব বায়ু ঢুকছে। সেই বায়ুতে রয়েছে প্রচুর পরিমানে জলীয় বাষ্প। 

  • 4/6

এরফলে আকাশ থাকবে আংশিক মেঘলা (Partly Cloudy)। সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হলেও বড় কোনও বর্ষণের সম্ভাবনা নেই।

  • 5/6

অন্যদিকে এর ফলে দিনের তাপমাত্রা বাড়বে বলেই জানা যাচ্ছে। সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

  • 6/6

বৃহস্পতিবারই শহর কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪-৫ তারিখ পর্যন্ত পরিস্থিতি এমনটাই থাকতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement