Advertisement

পশ্চিমবঙ্গ

Baikunthapur Forest Fire : বৈকুণ্ঠপুরে বিধ্বংসী দাবানল! বন্য প্রাণীদের মৃত্যুর আশঙ্কা

রাজেন প্রধান
  • জলপাইগুড়ি,
  • 14 Mar 2022,
  • Updated 10:43 PM IST
  • 1/6

জঙ্গলে অগ্নিকাণ্ড। জলপাইগুড়ি জেলার বৈকন্ঠপুর ফরেষ্টে ভয়াবহ আগুন (Baikunthapur Forest Fire)।

  • 2/6

আগুন ছড়িয়ে পড়ে বৈকন্ঠপুর ফরেস্ট এর বিভিন্ন এলাকায়। 

  • 3/6

সোমবার, বৈকন্ঠপুর ফরেস্টে গজলডোবা যাওয়ার পথে বেশ কিছু জায়গায় এই আগুন চোখে পড়ে। 

  • 4/6

এর ফলে বড়সড় বিপদের সম্মুখীন বৈকুন্ঠপুর জঙ্গলের পশুপাখিরা।

  • 5/6

যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। আগুনে জীব বৈচিত্রে বড়সড় ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা।

  • 6/6

এই সুখা মরশুমে বন দফতরে টহলদারী বাড়ানো দরকার বলেও মনে করছেন তাঁরা। 

আরও পড়ুনJEE Main Session 1 পরীক্ষার দিনক্ষণ বদল, রইল পরিবর্তিত সূচি

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement