Bengal Summer Update : রাজ্যে আরও তাপমাত্রা বাড়বে। এমনটাই পূর্বাভাস দিল হাওয়া অফিস। আপাতত রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যে আবহাওয়া শুষ্কই থাকবে। ভোরের দিকে হাল্কা ঠান্ডার আমেজ থাকবে।
বিগত কয়েকদিন ধরেই ভোরের দিকে হাল্কা ঠান্ডার আমেজ রয়েছে। আবার বেলা বৃদ্ধি পেলে তাপমাত্রা বাড়ছে।
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস জানিয়েছে, ধীরে ধীরে দিনের বেলার তাপমাত্রা আরও বাড়তে থাকবে।
তবে দোলের দিন রাজ্যে তাপমাত্রা স্বাভাবিক ভাবে। বেলা বাড়তেই চড়া রোদের দাপট থাকবে।
রাজ্যে এই মুহূর্তে নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই ফলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আপাতত দিন কয়েক আবহাওয়ার গতিপ্রকৃতি এমনটাই থাকবে। সেই সঙ্গে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা জানিয়েছে হাওয়া অফিস।