Advertisement

পশ্চিমবঙ্গ

Mamata Banerjee at Jhargram: 'ঘর-কল, কিচ্ছু পাইনি,' মমতাকে দেখেই একগুচ্ছ ক্ষোভ আদিবাসীদের

Aajtak Bangla
  • ঝাড়গ্রাম,
  • 15 Nov 2022,
  • Updated 5:44 PM IST
  • 1/6

ঝাড়গ্রামের বেলপাহাড়ির আদিবাসীদের ক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলসঙ্কট, মাথা গোঁজার উপযুক্ত ঠাঁইয়ের অভাব। এসব অভিযোগই তুলে ধরেন গ্রামবাসীরা।

  • 2/6

মঙ্গলবার বিরসা মুন্ডা জন্মজয়ন্তীতে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। মূর্তি উদ্বোধনের পর কেন্দ্রকে একশো দিনের কাজ, জিএসটি নিয়ে আক্রমণের পর আদিবাসীদের একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে রয়েছে, পানীয় জলের সমস্যা মেটানো থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি।

  • 3/6

এদিন সভার পর গাড়ি থেকে নেমে গ্রামবাসীদের সঙ্গে দেখা করেন মমতা। তাঁদের সকলেরই প্রায় অভিযোগ ২ কিমি হেঁটে গ্রামের মেয়ে-বউ, বাচ্চাদের জল আনতে হয়। ঘরে ঘরে নেই কল। এই সমস্যা যেন মেটানো হয়। আবার কারও অভিযোগ ঘর পাননি তাঁরা। 
 

  • 4/6

এদিন, গ্রামেরই এক শিশুকে কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী। জানান, ২০২৪-এর মধ্যে সবার বাড়ি বাড়ি পৌঁছবে জল। পাইপ লাইনে কাজ চলছে। ১০০ দিনের টাকা আনতে ঝগড়া করতে হচ্ছে। কেন্দ্র দিচ্ছে না সেই টাকা। যখন পাব দিয়ে দেব।
 

  • 5/6

এদিন অনুষ্ঠান মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রী বলেন,"২০২৪-এর শেষে সকলের বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। আগামী দিনে ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া পর্যন্ত সার্কিট ট্যুরিজম হবে, এতে কর্মসংস্থান হবে।" (ফাইল ছবি)
 

  • 6/6

জলসঙ্কট নিয়ে মমতার প্রতিশ্রুতি,জঙ্গলমহলের জেলাগুলিতে বৃষ্টি কম হওয়ায় চাষের সমস্যার প্রসঙ্গে মুখ্য সচিবের সঙ্গে কথা বলবেন। জলের অভাব থাকলে বিকল্প ব্যবস্থা করার জন্য আরও বেশি পুকুর কাটার নির্দেশ দেন। (ফাইল ছবি)

Advertisement
Advertisement