Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update: ভোট বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, কলকাতায় পারদ ৪০ ছুঁইছুই

Aajtak Bangla
  • 01 Apr 2021,
  • Updated 7:04 AM IST
  • 1/8

ক্রমেই চড়ছে তাপমাত্রার পারদ। হাঁসফাঁসানি গরম থেকে দক্ষিণবঙ্গ বাসীর এখনি মুক্তির কোনও সম্ভাবনা নেই বলছে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 
 

  • 2/8

ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়েই যেন বাড়ছে তাপমাত্রার পারদ। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিকের ৪ ডিগ্রি বেশি।
 

  • 3/8

আজ থেকে শুরু হয়েছে এপ্রিল। কিন্তু পরিসংখ্যান বলছে  গত একদশকে মার্চে  দ্বিতীয়বার রেকর্ড বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। এর আগে ২০১২-য় সাড়ে ৩৮ ডিগ্রিতে উঠেছিল পারদ। ২০১৪-র মার্চে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৯ ডিগ্রি। আর এবার মার্চের শেষে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকল ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস। 
 

  • 4/8

পরিস্থিতি যা তাতে এবার মে মাসের গরমের আঁচ মিলবে এপ্রিলেই। ভোটের উত্তাপের মতোই আগামী অন্তত চারদিন দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। অস্বস্তিকর আবহাওয়া চলবে। তবে বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমল। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক বলছে হাওয়া অফিস।
 

  • 5/8

হাওয়া অফিস জানিয়ে দিয়েছে আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।  আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম অর্থাৎ রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের মত অবস্থা তৈরি হবে। সেজন্য জারি করা হয়েছে সতর্কতা। 
 

  • 6/8

এদিকে আজ  বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট। ভোট রয়েছে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার ৩০টি আসনে। পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পারদ আগেই ৪০ পার করেছিল।  যার ফলে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছেন আবহাওয়াবিদরা। এমনকী ১ এপ্রিল মানুষকে সতর্কতা অবলম্বন করে ভোটদানের লাইনে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন তাঁরা। 

  • 7/8

পূর্বাভাস অনুসারে আগামী কয়েকদিনের রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছুঁতে পারে। আশঙ্কা বাড়িয়ে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আপাতত পশ্চিমের জেলাগুলিতে কালবৈশাখি বা ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। তাই দুপুরে খুব জরুরি কাজ না থাকলে রাস্তায় বেরোতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। সঙ্গে পর্যাপ্ত তরল পান করার পরামর্শ দিচ্ছেন তাঁরা।
 

  • 8/8

ঠিক এর বিপরীত অবস্থা বিজার করছে উত্তরবঙ্গে। সেখানে আগেও বেশকিছু দিন ঝড় বৃষ্টির বেশ ভালোই দাপট দেখা গিয়েছিল। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলায়  বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প  প্রবেশ করায় কালিম্পং, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement