Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update:উত্তরে বৃষ্টি চলবে, রাখির দিন কেমন থাকছে বাকি রাজ্যের আবহাওয়া

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Aug 2021,
  • Updated 7:24 AM IST
  • 1/8

এখনই বৃষ্টি কমার সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু (South West Monsoon) হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ (West Bengal) এবং সিকিমের (Sikkim) ওপরে সক্রিয় রয়েছে। তার জেরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। 
 

  • 2/8

মঙ্গলবার থেকে উত্তর-পূর্ব ভারত-সহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর বলছে রবিবার  দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

  • 3/8

সোমবার সকালে  দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং বাকি সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আর বুধবার হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। 
 

  • 4/8

হাওয়া অফিস বলছে সোমবার পর্যন্ত  দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
 

  • 5/8

এদিকে গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি না হলেও মাঝেমধ্যেই কালো হয়ে আসছে  কলকাতার আকাশ। রবিবারেও তার হেরফের ঘটছে না।  তবে এদিন সকালে রোদের দেখা মিলেছে। কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস অন্যদিনের মতোই। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে।  
 

  • 6/8


বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।  আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯   ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩২  ডিগ্রি সেলসিয়াস,এটাও স্বাভাবিক বলছে হাওয়া অফিস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ  ৯৫  শতাংশ। সর্বনিম্ন ৭৮   শতাংশ। 

  • 7/8

এদিকে আগামী ২৪ ঘন্টায়  বজ্রবিদ্যুত-সহ মাঝারি থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমাচলপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানে। যার জেরে মানুষের পাশাপাশি পশুর ক্ষতি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
 

  • 8/8

দক্ষিণ ভারতে তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকালে ২৪ অগাস্ট পর্যন্ত, উপকূল অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে ২২ অগাস্ট পর্যন্ত বৃষ্টি চলবে। মহারাষ্ট্র এবং সংলগ্ন দক্ষিণ ভারতের অংশে ২২ অগাস্টের পর থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে।

Advertisement
Advertisement