Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update: দাপট কমছে বৃষ্টির, ভ্যাপসা গরম থেকে মিলবে কি রেহাই?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Aug 2021,
  • Updated 7:26 AM IST
  • 1/9

এই আকাশ কালো করে বৃষ্টি তো পরক্ষণেই রোদ। বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিন্তু কমছে না। সব মিলিয়ে নাজেহাল দশা কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের। তবে কোনও সুখবর শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। 

  • 2/9

 উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে এবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে জেলাগুলির কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
 

  • 3/9

আবহাওয়া দফতর বলছে, ১ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে জেলাগুলির দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রারও কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।
 

  • 4/9

হাওয়া অফিস বলছে  দক্ষিণবঙ্গের কোনও জেলাতেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে জেলাগুলির দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রারও কোনও পরিবর্তন হবে না। আপাতত কয়েকদিন এমনই আবহাওয়া বজায় থাকবে বলেই জানিয়েছেন আবহবিদরা।

  • 5/9

কলকাতার আবহাওয়ার পূর্বাভাসও অন্যদিনের মতোই। তিলোত্তমার আকাশ  আজ আংশিক মেঘলা থাকতে পারে । পাশাপাশি কলকাতায়  বজ্রবিদুৎ-সহ হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।  বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে শহরে।  আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪  ডিগ্রি   সেলসিয়াস, যা  স্বাভাবিক বলছে হাওয়া অফিস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার  পরিমাণ সর্বোচ্চ  ৯৪  শতাংশ। সর্বনিম্ন  ৭৭  শতাংশ। আবহাওয়ার এই পরিস্থিতির বদল হবে না এখনই।
 

  • 6/9

এদিকে উত্তর ভারত, পূর্ব ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও মধ্য ও দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও। 

  • 7/9

আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশা ও ঝাড়খণ্ডের নিম্নচাপ ক্রমশ মধ্যভারতের দিকে সরে গিয়েছে। সেটি নিম্নচাপ দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। তবে আগামী ৩-৪ দিন সময়ের মধ্যে সমগ্র প্রক্রিয়াটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ মধ্য এবং পশ্চিম ভারতের দিকে যাবে বলে মনে করছেন আবহবিদরা।

  • 8/9

 নিম্নচাপের জেরে মধ্য ভারতের দক্ষিণ অংশে বৃষ্টি আরও বাড়তে পারে। পশ্চিম ভারতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
 

  • 9/9

তবে মৌসুমী অক্ষরেখা রাজ্য থেকে অনেকটাই সরে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানের দক্ষিণে অবস্থান করছে। আগামী ৩-৪ দিন তা দক্ষিণেই অবস্থান করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর জেরে দেশের বিভিন্ন প্রান্তেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement