রবিবার রাত থেকে টানা বৃষ্টি দেখেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। সোমবারও বৃষ্টি ছিল বিরামহীন। হাওয়া অফিস বলছে দুর্যোগ এখনই কমছে না। বরং বুধবার পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হবে।
সোমবার সারা দিন দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে গোটা দক্ষিণবঙ্গে। তবে কলকাতায় মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত । এছাড়াও মৌসুমী অক্ষরেখা গিয়েছে কলকাতার ওপর দিয়ে। যেই কারণে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এখনও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি রেখেছে আবহাওয়া দফতর ।
হাওয়া অফিস বলছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত স্থলভাগ থেকে উপরে ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এছাড়া মৌসুমী অক্ষরেখা গয়া থেকে কলকাতার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই দুয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ২১ তারিখ অর্থাৎ আজ মঙ্গলবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ ঘূর্ণাবর্ত সরছে পশ্চিম দিকে। ফলে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে পশ্চিমের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে বাড়বে বৃষ্টির পরিমাণ।
সেইসঙ্গে বজ্রপাত নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করছে আবহাওয়া দফতর। বজ্রপাতের সময় মানুষজনকে পাকা বাড়ির নীচে থাকবার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতার ভারী বৃষ্টির কারণে বিপজ্জনক বাড়িগুলোতে মানুষজনকে না থাকার কথা বলা হয়েছে।
বৃষ্টির ফলে নদীতে জল স্তর বৃদ্ধি পেতে পারে। । পুরসভাগুলির নীচু এলাকা প্লাবিত হতে পারে। মাঠে থাকা সবজির ক্ষতি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
বুধবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। বাকি জেলাগুলিতে বর্ষার বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
আজ থেকে কলকাতা-সহ পূর্বদিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে, কিন্তু বৃষ্টি বাড়বে পশ্চিমের জেলা বাঁকুড়া,পুরুলিয়া,ঝারগ্রাম, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।
এদিনও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্বাভাবিক ভাবেই আকাশ মেঘলা থাকবে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৭ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ। সর্বনিম্ন ৯৬ শতাংশ।
দক্ষিণবঙ্গে বৃষ্টি চললেও বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও বর্ষার বৃষ্টি হিসেবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এদিকে পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ২৫ সেপ্টেম্বর নাগাদ আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি সম্ভাবনা। যা পশ্চিম-উত্তর-পশ্চিমে ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। এর জেরে ২৬ সেপ্টেম্বর থেকে ওড়িশা ও সংলগ্ন এলাকায় নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।