Advertisement

পশ্চিমবঙ্গ

Madan Mitra Welcomes Arjun Singh : অর্জুন সিংকে মালা পরিয়ে দিলেন মদন, ছবি VIRAL

Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2022,
  • Updated 9:44 PM IST
  • 1/12

Madan Mitra Welcomes Arjun Singh: অর্জুন সিংকে মালা পরিয়ে দিলেন মদন মিত্র। যেন পুরনো দলে স্বাগত জানালেন। এবং তারপর যেন নেচে উঠেন মদন মিত্র। সোমবার উত্তর ২৪ পরগণা জেলার টিটাগড়ে তৃণমূলের পার্টি অফিসে। সেখানে হাজির ছিলেন জেলার শীর্ষ তৃণমূল নেতা-রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী।

  • 2/12

কিছুদিন আগে পর্যন্ত তাঁদের দু'জনের মধ্যে সম্পর্ক ছিল 'অম্লমধুর'। একে অপরকে বাক্যবাণে বিঁধতেন।

  • 3/12

সেটা ২০১৯ সালের কথা। অর্জুন সিং তৃণমূল ছেড়ে দিয়েছেন। লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্র থেকে লড়েছেন বিজেপির টিকিটে। এবং তিনি জিতে গিয়েছেন। 

  • 4/12

সে সময় তিনি ছিলেন ভাটপাড়া বিধায়ক। ফলে তাঁকে ছেড়ে দিতে হয় ওই কেন্দ্রটি। এবং সেখানে উপনির্বাচন হয়।

  • 5/12

সেখানে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তাঁর ছেলে পবন সিং। অন্যদিকে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন মদন মিত্র। 

আরও পড়ুন: টেকনোলজি ব্যবহার করে আনিসের দাদাকে হুমকি ফোন? দেখছে CID

আরও পড়ুন: ২৩ বছরের ছোট তরুণী দুনিয়ার সবচেয়ে বড়লোকের গার্লফ্রেন্ড

আরও পড়ুন: Jio ধামাকা! এক বছরের জন্য Disney + Hotstar ফ্রি, কত টাকার রিচার্জে?

  • 6/12

বলা যায়, সে সময় দু'জনের মধ্যে কথার যুদ্ধ শুরু হয়েছিল যেন। ভোটে জিতেছিলেন অর্জুন সিংয়ের ছেলে পবন।

  • 7/12

এরপর ২০২১ সালের বিধানসভা ভোট। সে সময় ব্যারাকপুর লোকসভার মধ্যে থাকা সাতটি বিধানসভার মধ্যে একটি ছাড়া সব কটিতেই হেরেছিল বিজেপি। জিতেছিল ভাটপাড়ায়।

  • 8/12

রবিবার অর্জুন সিং ফিরে আসেন তাঁর পুরনো দল তৃণমূল কংগ্রেস। 

  • 9/12

এদিন টিটাগড় তৃণমূল পাটি অফিসে জেলার উত্তর ২৪ পরগনা জেলার নেতাদের একটি বৈঠক হয়। সেখানে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায়, অর্জুন সিং, ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, সুজিত বসু, মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু। 

  • 10/12

অর্জুন সিং দলত্যাগের পরে সাংসদ পদ ছাড়েন কিনা সেটাই এখন দেখার। গত কয়েকদিন ধরে অর্জুন সিং বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন পাটের দাম নিয়ে। 

  • 11/12

উল্লেখ্য, মুকুল রায় তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তিনিও ফিরে এসেছেন তৃণমূল কংগ্রেসে। 

  • 12/12

অন্যদিকে, আসানসোলের তৎকালীন সাংসদ বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়েছিলেন এবং জিতেছেন।

Advertisement
Advertisement