Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Rain Forecast: ভারী বৃষ্টি নিয়ে কিছু জেলায় রেড অ্যালার্ট জারি, কোন কোন জেলা?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jun 2022,
  • Updated 4:56 PM IST
  • 1/12

সোমবার সকাল থেকেই চড়া রোদ উঠেছিল দক্ষিণবঙ্গে। সপ্তাহের প্রথম দিনই গলদঘর্ম অবস্থা কলকাতাবাসীর। 
 

  • 2/12

তবে শহরে একেবারে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেয়নি হাওয়া অফিস। যদিও বৃষ্টি পরলেও তা হবে হালকা বর্ষণ। বর্ষার ভারী বৃষ্টির সম্ভাবনা আজ নেই বললেই চলে।

  • 3/12

কলকাতার মতোই আজ সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। 
 

  • 4/12


আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি খুব দুর্বল থাকবে। ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাই নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী তিন-চারদিন। 

  • 5/12

আলিপুর আবহাওয়া দফতর  আগেই ইঙ্গিত দিয়েছিল, এ বছর দক্ষিণবঙ্গে বর্ষা দুর্বল থাকবে। ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও সে ভাবে জাঁকিয়ে এখনও বসতে পারেনি বর্ষা। 

  • 6/12

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

  • 7/12

এদিকে দক্ষিণ  বঞ্চিত হলেও উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টি। মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
 

  • 8/12

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

  • 9/12

মঙ্গলবার অতিভারী বৃষ্টির সতর্কতা দিয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জন্য। 

  • 10/12

বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। এই সময় পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। 

  • 11/12

অতিররিক্ত বর্ষণের কারণে ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক নদীর জল বাড়তে শুরু করেছে।
 

  • 12/12

এদিকে কয়েকদিনের মধ্যে আবহাওয়ায় বড়োসড়ো পরিবর্তন আসতে চলেছে বলে মত হাওয়া অফিসের।  জুলাইয়ের গোড়া থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement