Advertisement

পশ্চিমবঙ্গ

টিকা নিয়ে চুম্বক মানবে পরিণত হয়েছি, আজব দাবি শিলিগুড়ির বাসিন্দার

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 13 Jun 2021,
  • Updated 5:00 PM IST
  • 1/8

টিকা নিয়ে বিপত্তি! করোনার টিকার প্রথম ডোজ নেওয়ার পর এক ব্যক্তির শরীরে আটকে যাচ্ছে ধাতব হাতা, খুন্তি, চামচ, চাবি, পয়সা এমনকী মোবাইল ফোন! 

  • 2/8

এমন চাঞ্চল্য়কর ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের ভারতনগরের বাসিন্দা নেপাল চক্রবর্তী। বয়স ৫৮ বছর। তাঁর এমন উপসর্গ দেখা দেওয়ায় অবাক এলাকাবাসী, পরিবার থেকে নেপালবাবু নিজেই।

  • 3/8

রবিবার শিলিগুড়ি হাসপাতালে তিনি বিষয়টি জানার জন্য এবং প্রয়োজনে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে চিকিৎসকরাও বিষয়টি নিয়ে হতভম্ব হয়ে পড়েছেন। টিকা নেওয়ার পর এমন ঘটনা হতে পারে বলে বিশ্বে এমন উদাহরণ নেই বলে জানিয়েছেন চিকিৎসক শঙ্খ সেন। 

  • 4/8

তবে মেডিক্যাল টিম গঠন করে তাঁর শরীরে হঠাৎ ম্যাগনেটিক ওয়েভ দেখা দিল কেন, তা তদন্ত করে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন। তিনি বিষয়টি সিএমওএইচকে জানাবেন বলেও জানিয়েছেন।

  • 5/8

জানা গিয়েছে গত ৭ জুন নিয়েছিলেন করোনা টিকার প্রথম ডোজ। পেশায় গাড়ি চালক নেপাল চক্রবর্তীর অবশ্য তারপর কোনও শারীরিক সমস্য়া হয়নি। শনিবার রাতে খেতে বসে টিভিতে খবর দেখছিলেন। সেখানে তিনি দেখতে পান মহারাষ্ট্রের নাসিকে এক ব্যাক্তির শরীরে টিকা নেওয়ার পর ম্যাগনেটিক ওয়েভ দেখা দিয়েছে। 

  • 6/8

ওই ব্যাক্তির শরীরে হাতা খুন্তি আটকে যাচ্ছে। ঠিক যেমন চুম্বকে লেগে যায় তেমনই। কৌতুহলবশত তিনিও নিজের শরীরে তা পরীক্ষা করতে গেলে দেখেন তাঁর শরীরের পয়সা, হাতা, খুন্তি এমনকী মোবাইল পর্যন্ত আটকে যাচ্ছে। চমকে যান তিনি।

  • 7/8

বিষয়টি প্রকাশ্য়ে আসতে, তাঁর বাড়িতে মেলার মতো ভিড় জমে যায়। সকলেরই আব্দার একবার গায়ে ধাতব জিনিস আটকে দেখাতে হবে। এখনও নতুন হওয়ায় বিরক্তি আসেনি নেপালবাবুরও। তিনিও ভানুমতির খেল দেখাচ্ছেন সকলকে।

  • 8/8

তবে টিকার কারণে হোক বা না হোক, তাঁর শরীর চুম্বকে পরিণত হওয়ার রহস্য কী, তা জানতে ইতিমধ্যেই চিকিৎসকদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে। চিকিৎসা বিজ্ঞানে নতুন কোনও দিশা মেলে কি না, তা জানতে তাঁরা উৎসাহী বলে জানিয়েছেন। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement