Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS : ওঁদের চাঁদায় আপত্তি নেই, পুজোয় রয়েছে, কারণ?

ভোলানাথ সাহা
  • হুগলি,
  • 15 Apr 2021,
  • Updated 10:37 AM IST
  • 1/12

হুগলির হালিঞ্চা গ্রামের ঘটনা। ভুবনেশ্বরের মন্দির। বছর কয়েক আগে সেটি তৈরি হয়েছে

  • 2/12

সেখানকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, জাতের দোহাই দিয়ে তাঁদের পুজো থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে।

  • 3/12

অজিত দাসের অভিযোগ, জাতে মুচি। তাই গ্রাম মানছে না। পুজোতে মানছে না। টাকা পয়সা নেওয়া, সেটা মানছে।

  • 4/12

তাঁর আরও অভিযোগ, মায়ের অভিষেক হয়েছে। থাকতে চান। ২ বছর পুজোও হয়ে গিয়েছে। বলেছে, মুচিদের পুজো নিতে পারব না।  আমাদের বাদ রেখেছে।

  • 5/12

তিনি জানাচ্ছেন, এটা আগে ছিল না। পাঁচটায় শিবের পুজো দিতে গিয়েছিলাম। মন্দির বন্ধ করে দিয়েছে। আগে চাঁদা ছিল, পুজো ছিল না। চাঁদা দিচ্ছি। বুধবার পুজো দিতে গিয়েছিলাম।

  • 6/12

কার্তিক দাসের অভিযোগ, নিচু জাত, ছোট জাত বলছে। তাই গ্রামের মানুষ মানছে না। চাঁদা নিচ্ছে, সবই নিচ্ছে। কিন্তু পুজো নিচ্ছে না।

  • 7/12

তিনি আরও অভিযোগ করেন, মায়েরা, বোনেরা পুজো নিতে যাচ্ছে, পুজোর থালা ফিরিয়ে দিচ্ছে। গতবার হয়েছিল। এবারও তাই। চালাকি করে মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে।

  • 8/12

প্রতিমা দাসের অভিযোগ, চাঁদা, ফল নেবে। সাজিয়ে দিলে অসুবিধা। বলছে, জাতে মুচি, ওরা ছোট জাত। মন্দির তৈরি হয়েছে। মাথাপিছু ২ হাজার টাকা করে নিয়েছে। 

  • 9/12

তাঁর আরও অভিযোগ, কে গরিব, কে বড়লোক- তা জানার দরকার নেই। সবার কাছ থেকে ২ হাজার টাকা করে নেওয়া হয়েছে। অভিযুক্ত হিসেবে সম্রাট সাঁতরা, সুব্রত মুখোপাধ্যায়ের নাম জানা গিয়েছে।

  • 10/12

সত্যচরণ কুণ্ডুর দাবি, ওঁরা  যন্ত্র আছে বাজিয়ে দেব। সেটা চাঁদাতে মকুব কোরো। ওঁরা মানুষ ভাল।

  • 11/12

তাঁর কথায, আমি ব্যক্তিগত ভাবে ওঁদের কাছে গিয়েছিলাম। কী হবে দ্বন্দ্ব করে? কিছু একটা ইন্ধন আছে। একসঙ্গে বসে আলোচনা করে পুজো করি না।

  • 12/12

থানায় অভিযোগ করেছি। পুলিশকে জানানো হয়েছে। দাবি প্রতিমাদেবীর।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement