শনিবার বিকেল থেকেই রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়। তবে এখনই কাটছে না দুর্যোগের মেঘ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, আগামী মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতি এমনই থাকবে।
দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে।
কোন কোন জেলায় বৃষ্টি: আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টির পাশাপাশি শনিবার সন্ধ্যার মতোই ঝোড়ো হাওয়া দিতে পারে বলে বলা হয়েছে পূর্বাভাসে। মঙ্গলবারের পর থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে।
তবে একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। গত শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়।
আগামী ২ দিনেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলে মনে করছে আবহাওয়া অফিস।
বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
রাতে আকাশে মেঘ থাকলে ভূপৃষ্ঠ থেকে তাপ বিকরিত হতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়। অনেকটা গ্রিন হাউজের মতো। আর তার ফলে তাপমাত্রা আরও বৃদ্ধি পায়।