Advertisement

পশ্চিমবঙ্গ

'এমএ ইংলিশ চায়েওয়ালি'র দোকান ভাঙল RPF! প্রতিবাদ তৃণমূলের

দীপক দেবনাথ
  • 29 Dec 2021,
  • Updated 11:50 PM IST
  • 1/10

ভাড়ার দোকান নিয়ে বিখ্যাত হয়েছিলেন এমএ ইংলিশ চায়েওয়ালি। পুরসভা তরফে পাকা দোকান করতে গিয়েই বিপত্তি! বুধবার ওই দোকান আরপিএফ ভেঙে গিয়েছে বলে অভিযোগ।      

  • 2/10

হাবড়া স্টেশনের দু'নম্বর প্লাটফর্মে একটি দোকান ভাড়া নিয়ে চা বেচতেন টুকটুকি। দোকানের নাম 'এমএ ইংলিশ চায়েওয়ালি'।

  • 3/10

দোকানের নামের কারণে রাতারাতি নেট মাধ্যমে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন ইংরেজিতে স্নাতকোত্তর টুকটুকি দাস। জানিয়েছিলেন, ইউটিউবে মুম্বইয়ের এক স্টল বিক্রেতাকে দেখেই এমন ভাবনা মাথায় আসে।  

  • 4/10

খবর ছড়াতেই হাবড়ার বিধায়ক ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া পুরসভায় টুকটুকি দাসকে ডেকে পাঠান। চাকরি দিতে চেয়েছিলেন তাঁকে। তবে টুকটুকি ব্যবসাই করতে চান। 

  • 5/10

হাবড়া পুরসভার তরফে স্টেশনে একটি দোকান তৈরির আশ্বাস দেন জ্যোতিপ্রিয়। জানান, নিজের দোকানেই এবার থেকে চা বেচবেন 'এমএ ইংলিশ চায়েওয়ালি'।

  • 6/10

টিনের চাল দেওয়া একটি অস্থায়ী ছোট দোকান তৈরি করা হয়েছিল হাবড়া স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের সংযোগস্থলে। তবে নতুন দোকান এখনও টুকটুকির হাতে হস্তান্তর করেনি পুরসভা। তার আগেই বিপত্তি!

  • 7/10

বুধবার সকালে হঠাৎই  আরপিএফ কর্মীরা ওই নতুন দোকান ভেঙে দেয় বলে অভিযোগ। 

  • 8/10

কেন? নামপ্রকাশে অনিচ্ছুক এক আরপিএফের এক কর্মী জানান, স্টেশনে নতুন করে কোনও দোকানে বসতে দেওয়া যাবে না। যে সমস্ত দোকান আগে থেকে রয়েছে আপাতত সেগুলিই থাকবে। 

  • 9/10

দোকান ভাঙাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল ও আইএনটিটিইউসি তরফে এ দিন স্টেশন চত্বরে মিছিলের পাশাপাশি আরপিএফ অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। 

  • 10/10

ঘটনার তীব্র নিন্দা করেছেন হাবড়া পুরসভার প্রশাসক নারায়ণ সাহা। এ দিন রাতে তিনি ভাঙচুর হওয়া সেই দোকান ঘুরে দেখেন। 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement