West Bengal Rain Forecast: আজ, বৃহস্পতিবারও রাজ্যের বেশ কয়েকটা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে সকালের দিকে কুয়াশা ছিল। ৩১ ডিসেম্বর, শুক্রবার থেকে রাতের তাপমাত্রা কমতে চলেছে। বৃষ্টি হতে পারে কলকাতায়। দার্জিলিঙে আজ সকালের দিকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তারা আরও জানিয়েছে, কাল, শুক্রবার সকালেও কুয়াশা থাকবে। তবে ভাল কথা হল বৃষ্টির ঝক্কির পর কাল, শুকরবার থেকে কমতে চলেছে তাপমাত্রা। ফলে ফের আরও ঠান্ডা ফিরছে।
আরও পড়ুন: দেখা দিলেন শাহরুখ খান, আরিয়ান জামিন পাওয়ার পর এই প্রথম
৩০ ডিসেম্বর ৪-৫টি জেলায় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয় দফতর। সেগুলি হল পশ্চিম মেদিনীপুর, নদিয়া, দুই বর্ধমান, বীর, মুর্শিদাবাদ। মেঘলা আকাশও থাকবে। কুয়াশা থাকবে সকালের দিকে।
আরও পড়ুন: রাত-বিরেতে ঘুঙুরের শব্দ, ধূপধুনোর গন্ধও, শান্তিপুরের সেই বাড়িতে যাবেন?
২৯ ডিসেম্বর পশ্চিমের জেলায় ৬-৭ জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয় দফতর। সেগুলি হল বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর।
আরও পড়ুন: দুয়ারে COVID ভ্যাকসিন সার্টিফিকেট, এই নম্বরে হোয়াটসঅ্য়াপ করলেই
সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
আরও পড়ুন: বাঁদরদের জন্য গাছ লাগানো বিশেষ ব্রিজ, আরামে করবে রাস্তা পার
পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে রাতের তাপমাত্রা বেড়ে গিয়েছে। বাংলায় উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকতে বাধা পেয়েছিল। ফলে রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। পশ্চিমি ঝঞ্ঝা রাজ্যে প্রবেশ করেছে বলে এখানেও প্রচুর আর্দ্রতা প্রবেশ করেছে।
আরও পড়ুন: নলেন গুড় হুড়মুড়িয়ে ওজন কমিয়ে দেয়? বিশেষজ্ঞরা বলছেন...
উত্তরবঙ্গের ক্ষেত্রে একই কারণে বৃষ্টি হয়েছে। আজ উত্তরবঙ্গের সব ক'টি জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচহবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টি হতে পারে। আজ সকালের দিকে দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কালও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। সেগুলি হল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচহবিহার। বাকি জেলায় আবহাওয়া শুষ্ক প্রকৃতির থাকবে। এবং ইংরেজি নতুন বছরের প্রথম দিনও আবহাওয়া শুষ্ক প্রকৃতির থাকবে।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিত আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৭৪ শতাংশ এবং সর্বনিম্ন ৭১ শতাংশ।
আজ কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। সেইসঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ এবং ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।