Advertisement

পশ্চিমবঙ্গ

South Bengal Rain Forecast : ফের নিম্নচাপ, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের ৮-১০ জেলায় ঝেঁপে বৃষ্টি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Aug 2022,
  • Updated 4:33 PM IST
  • 1/8

দক্ষিণ মায়ানমার (South Myanmar) ও সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়। ফলে আগামী ৪৮ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ (Low Pressure)। 

  • 2/8

যার প্রভাবে ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে (South Bengal) ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। বুধবার এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। 

  • 3/8

হাওয়া অফিস জানাচ্ছে, ১৮ তারিখ ভারী বৃষ্টি হতে পারে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি ও কলকাতায় (Kolkata)। 

  • 4/8

১৯ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, ও দুই বর্ধমানে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। 

আরও পড়ুন'শিক্ষা রত্ন' প্রাক্তন হেডস্যরের ঝুলন্ত দেহ, 'পেনশন পাননি,' দাবি স্ত্রীর

  • 5/8

এছাড়া ১৯ ও ২০ তারিখ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। 

  • 6/8

ফলে ১৯ ও ২০ তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন, তাঁদেরও ১৮ তারিখ সন্ধ্যার মধ্যে ফিরে আসার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর। 

  • 7/8

প্রসঙ্গত, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের কারণে গত সপ্তাহে রাজ্যের উপকূলীয় এবং পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে।

  • 8/8

যার ফলে কিছুটা কমেছে বর্ষার ঘাটতি, স্বস্তি পেয়েছেন ধান উৎপাদনকারী জেলাগুলির কৃষকরা।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement