দক্ষিণ মায়ানমার (South Myanmar) ও সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়। ফলে আগামী ৪৮ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ (Low Pressure)।
যার প্রভাবে ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে (South Bengal) ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। বুধবার এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানাচ্ছে, ১৮ তারিখ ভারী বৃষ্টি হতে পারে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি ও কলকাতায় (Kolkata)।
১৯ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, ও দুই বর্ধমানে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।
আরও পড়ুন - 'শিক্ষা রত্ন' প্রাক্তন হেডস্যরের ঝুলন্ত দেহ, 'পেনশন পাননি,' দাবি স্ত্রীর
এছাড়া ১৯ ও ২০ তারিখ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।
ফলে ১৯ ও ২০ তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন, তাঁদেরও ১৮ তারিখ সন্ধ্যার মধ্যে ফিরে আসার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।
প্রসঙ্গত, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের কারণে গত সপ্তাহে রাজ্যের উপকূলীয় এবং পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে।
যার ফলে কিছুটা কমেছে বর্ষার ঘাটতি, স্বস্তি পেয়েছেন ধান উৎপাদনকারী জেলাগুলির কৃষকরা।