বঙ্গে এসেছে বর্ষা। তবে তা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বর্ষা আসতে এখনও ১-২ দিন বাকি রয়েছে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। আজ বুধবারও শহর কলকাতা (Kolkata) সহ রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ মূলত মেঘলা, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
মৌসম বিভাগের খবর অনুযায়ী,এদিন পশ্চিমবঙ্গ ছাড়াও লাক্ষাদ্বীপ, কেরল, কর্ণাটকের উপকূলবর্তী এলাকা এবং ছত্তীসগঢ়, বিদর্ভ, গোয়া, কোঙ্কন, ওডিশা ও উত্তরপূর্বের রাজ্যগুলিতে বৃষ্টি হবে।
পাশাপশি ১১ জুন থেকে বঙ্গোপসাগরের খাঁড়ির উত্তরদিকে তৈরি হবে নিম্নচাপ। যার জেরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গ (West Bengal), ওডিশা, বিহার ও ঝাড়খন্ডে ২ দিন বৃষ্টিপাত ঘটাবে বলেও জানাচ্ছে মৌসম বিভাগ।
প্রসঙ্গত বিগত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে এরাজ্যের বিভিন্ন জেলায়। বৃষ্টির সময় বজ্রপাতে মৃত্যুও হয়েছে বেশকিছু মানুষের।
এদিকে এদিন শহর কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানা যাচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।