Advertisement

পশ্চিমবঙ্গ

বাংলার ফুল ঢুকতে দেওয়া হচ্ছে না নেপালে, বিয়ের মরসুমে বিপাকে ব্যবসায়ীরা

  • 1/5

বিয়ের মরসুমে প্রবল সমস্যায় পড়েছেন রানাঘাট ধানতলার ফুল ব্যবসায়ীরা। এতোদিন শিলিগুড়ি হয়ে নেপালে ফুল পাঠাতেন তারা। কিন্তু  নেপাল সীমান্তে সেখানকার ব্যবসায়ীরা ফুল নেপালে ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ তাঁদের। (ছবি- নিজস্ব)

  • 2/5

চাষীদের কাছে ফুল কিনে তারা নেপাল সীমান্তে ফুল পাঠাতে না পেরে সমস্যায় পড়েছেন ধানতলার ফুল ব্যবসায়ীরা। ফুল পাঠানো হচ্ছে কম করে।লাভের পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি সমস্যার সৃষ্টি হচ্ছে।
 

  • 3/5

বিগত বছর গুলিতে তারা অনেক ফুল পাঠিয়েছে এবং লাভের মুখ দেখতো। কিন্তু এবছর এমন সমস্যার জেরে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। 

  • 4/5

ব্যবসায়ী জগবন্ধু সরকার বলেন, লকডাউনের পরে বিয়ের মরসুমে আমরা ফুল পাঠাতে চেয়েছিলাম। কিন্তু সেই ফুল ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে অনেক সমস্যা পড়েছেন সকলে।

  • 5/5

তিনি এটাও দাবি করেন, সীমান্তের কিছু ব্যবসায়ীর এতে মদত দিচ্ছে। সমস্যা সমাধান না হলে বড় ক্ষতি হবে তাঁদের। এমনিতে করোনা পরিস্থিতির জেরে এবছর অনেকে সমস্যায় ভুগেছেন তাঁরা।
 

Advertisement
Advertisement