Advertisement

পশ্চিমবঙ্গ

Depression in Bay Of Bengal: কালই ঘূর্ণাবর্ত তৈরি, মহালয়ার আগে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Sep 2022,
  • Updated 4:28 PM IST
  • 1/10

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে এবং এর প্রভাবে আজ শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

  • 2/10

রাজ্যের গাঙ্গেয় উপকূলবর্তী এলাকার সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। পাশাপাশি উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 3/10

আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ উপকূলবর্তী জেলাতে একটু বেশি হবে। অন্য জেলাগুলিতে তুলমামূলক কম বৃষ্টি হবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

  • 4/10

উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে উত্তরের সব জেলাতেই। 

  • 5/10

এর সঙ্গে পাহাড় লাগোয়া যে পাঁচটা জেলা রয়েছে, সেখানে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের অন্য জেলাগুলি থেকে খানিকটা বেশি।

  • 6/10

রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ভারী বৃষ্টির সতর্কতা যেটা রয়েছে, তার বেশিরভাগটাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 7/10

এ ছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং দুই দিনাজপুর এই পাঁচটা জেলায় শনি ও রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

  • 8/10

১৮  সেপ্টেম্বর রবিবার বঙ্গোপসাগরে আরও একটা ঘূর্ণাবর্ত তৈরি হবার সম্ভাবনা রয়েছে এবং আগামী ৪৮ ঘন্টায় একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী ২১ সেপ্টেম্বর তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, এই দুটো জেলায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

  • 9/10

নিম্নচাপের জন্য সতর্কতা হিসেবে মৎস্যজীবীদের ২১ তারিখ থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন, তাদের ২০ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। 

 

  • 10/10

কলকাতার ক্ষেত্রে প্রধানত মেঘলা আকাশ থাকবে এবং দুই-এক পশলা বৃষ্টি অথবা বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ২৮ থেকে ২৯ ডিগ্রির মধ্যে থাকবে।

Advertisement
Advertisement