Advertisement

পশ্চিমবঙ্গ

31st December Weather : বর্ষশেষে বৃষ্টি নাকি জাঁকিয়ে শীত? আবহাওয়ার পূর্বাভাস

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 30 Dec 2021,
  • Updated 5:35 PM IST
  • 1/7

বৃহস্পতিবার সকালের দিকে রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ ছিল মেঘলা। কোথাও কোথাও অল্প বৃষ্টিও হয়। যার জেরে বর্ষশেষের আবহাওয়া নিয়ে রীতিমতো দুশ্চিন্তা শুরু হয় আমজনতার মনে। 

  • 2/7

তারমধ্যে যাঁরা বর্ষশেষ ও বর্ষবরণের পার্টির আয়োজন করেছেন তাঁদের চিন্তা আরও বেশখানিকটা বেড়ে যায়। 

  • 3/7

যদিও এরই মাঝে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Westher Office)। হাওয়া অফিস জানাচ্ছে, আগামিকাল অর্থাৎ ৩১ ডিসেম্বর (31st December) আকাশ পরিস্কার হয়ে যাবে। বৃষ্টিপাতের আর কোনও সম্ভাবনা নেই।

  • 4/7

তারসঙ্গে তাপমাত্রা ২-১ ডিগ্রি কমবে। তবে দুই বঙ্গেই থাকবে কুয়াশার দাপট। 

  • 5/7

নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ পয়লা জানুয়ারি (1st January) তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।

  • 6/7

 ১ তারিখের পর তাপমাত্রা আরও খানিকটা কমবে। 

  • 7/7

তবে আগামী ৪-৫ দিনে জাঁকিয়ে শীতের কোনওরকম সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা।  
 

Advertisement
Advertisement