Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Weather Forecast: দাপট বাড়াচ্ছে উত্তরে হাওয়া, সপ্তাহান্তে বাংলা জুড়ে কাঁপন ধরাবে শীত

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Dec 2021,
  • Updated 7:52 AM IST
  • 1/13

 কবে জাঁকিয়ে পড়বে শীত সেই অপেক্ষায় ছিলেন রাজ্যবাসী। শেষ পর্যন্ত শীতের দেখা মিলল।
 

  • 2/13

ঝলমলে আকাশে বাতাসে জলীয় বাষ্প প্রায় নেই বললেই চলে। যা শীতকে টেনে নিয়ে আসছে। শীত তার ইনিংস কিন্তু এ সপ্তাহের শুরু থেকেই শুরু করে দিয়েছে।
 

  • 3/13

ঝলমলে আকাশে বাতাসে জলীয় বাষ্প প্রায় নেই বললেই চলে। যা শীতকে টেনে নিয়ে আসছে। শীত তার ইনিংস কিন্তু এ সপ্তাহের শুরু থেকেই শুরু করে দিয়েছে।
 

  • 4/13

ভোরে ও রাতে জবুথবু শীতের আমেজ বেশ টের পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে অব্যাহত রয়েছে পারদ পতন। 

  • 5/13


সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা আরও কমে দাঁড়ায়  ১৪.২ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি নীচে। আবহাওয়া দফতর জানিয়েছিল এটাই  মরশুমের শীতলতম দিন কলকাতায়।
 

  • 6/13

এদিনও সর্বনিম্ন তাপমাত্রা  ১৫ ডিগ্রির নীচেই থাকলো। বুধবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি কম। মঙ্গলবার  রাতে শহরের  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াল, এটাও স্বাভাবিকের ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। সর্বনিম্ন পরিমাণ ৪১ শতাংশ।
 

  • 7/13

কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশার পূর্বাভাস রয়েছে।

  • 8/13

হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন ১৩  ডিগ্রির আশপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা। জেলার জেলায় তাপমাত্রা আরও কমবে ৷ শীতের এই স্পেল আরও তিন-চার দিন থাকবে । কলকাতায় এই ঠান্ডা বজায় থাকবে আগামী দিনগুলোয়। বরং সপ্তাহের শেষের দিকে আরও কমতে পারে পারদ। সেই পরিস্থিতি তৈরি হয়ে আছে।

  • 9/13

আগামী দু-এক দিনে তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস কমবে।  দিনের তাপমাত্রা খুব একটা বাড়বে না। ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।  তবে কলকাতায় রাতের তাপাত্রা ১৩ডিগ্রির  কাছাকাছি থাকবে।
 

  • 10/13

এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই তাপমাত্রা নেমে গিয়েছে স্বাভাবিকের থেকে নীচে। এই পরিস্থিতি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বৃহস্পতিবারের পর থেকে দু থেকে তিন দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। 
 

  • 11/13

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আবহাওয়া শুষ্ক থাকবে আগামী কয়েকদিন, ধাপে ধাপে কমবে রাতের তাপমাত্রা। আসলে  উত্তর ভারত থেকে আসা শুকনো ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করেছে পূর্বভারতে, তার প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গে, কমেছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা।
 

  • 12/13

উত্তর-পশ্চিম ভারতের দিকে পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। এই ঝঞ্ঝা কাটলে উত্তরে হাওয়ার দাপট আরও বাড়বে। ফলে বড়দিনের আগে রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। 

  • 13/13

উত্তর-পশ্চিম ভারতের দিকে পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। এই ঝঞ্ঝা কাটলে উত্তরে হাওয়ার দাপট আরও বাড়বে। ফলে বড়দিনের আগে রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement