Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Weather Forecast: কলকাতায় চড়ল পারদ, আপনার জেলায় আজ কত ডিগ্রি? জানুন

Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Dec 2022,
  • Updated 2:33 PM IST
  • 1/11

সোমবার অনেকটাই কম ঠান্ডা অনুভূত হচ্ছে শহরে। বলতে গেলে হালকা কমেছে শীতের  আমেজ। আর তাতেই আম জনতার মনে প্রশ্ন, শীতের ঝোড়ো ব্যাটিং শুরু হতে না হতেই ফের কি শেষের পথে ইনিংস?

  • 2/11

রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেড়েছে।  এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার যা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। গত ৪৮ ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে সাড়ে ৩ ডিগ্রির বেশি। 
 

  • 3/11

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। বুধ-বৃহস্পতিতে তেমন শীত থাকবে না। তবে সপ্তাহের শেষে ফের ফিরবে শীত।

  • 4/11

 হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহের শেষের দিকে ফের কমবে তাপমাত্রা । আবারও শীতের আমেজ ভালভাবেই অনুভূত হবে।
 

  • 5/11

তবে আপাতত কয়েক দিন সকালের দিকে গরম অনুভূত হওয়ার সম্ভাবনাই বেশি, বিকেলের পর থেকে শীতের আমেজ অনুভব হবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অন্তত সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে।
 

  • 6/11

এই সপ্তাহে শুক্রবারের পর কিছুটা পারদপতন ঘটবে বলেও জানানো হয়েছে। তাই বড়দিনে শীতের আমেজ থাকবে এই আশা করা যেতেই পারে। 

  • 7/11

আগামী পাঁচদিন ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
 

  • 8/11

সপ্তাহের প্রথম দিন শুষ্ক আবহাওয়াই থাকবে রাজ্য জুড়ে। রাজ্যের কোনও জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস এখনও নেই। আগামী চার থেকে পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার কোনও বড় পরিবর্তন দেখা যাবে না।
 

  • 9/11

তবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম থাকবে কলকাতার তুলনায়।  বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে।
 

  • 10/11

 ২১ ডিসেম্বর বুধবার পর্যন্ত  উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী ২৪ ঘন্টায় কুয়াশা থাকতে পারে।

  • 11/11

এদিন দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা  ৮ ডিগ্রি।  কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮।  বহরমপুর ১০.৮, শ্রীনিকেতন ১২.৬।

 
 

 

 

Advertisement
Advertisement