দু'তিন দিন জাঁকিয়ে ঠান্ডা দেওয়ার পর রবিবার সকালেই থমকে দাঁড়িয়েছিল উত্তরবঙ্গের শীত। তাপমাত্রা ১ থেকে দেড় ডিগ্রি বেড়েছে সব জায়গাতেই।
খুব একটা বেশি বৃদ্ধি না হলেও, সঙ্গে আংশিক মেঘলা আকাশ এবং রোদ মিলিয়ে বেশ গরম অনুভূত হয়েছে। যা ডিসেম্বরের শেষ দিকে খানিকটা বেমানান।
আবহাওয়া দফতর অবশ্য আশ্বাস দিচ্ছে,৩-৪ দিনের মধ্যেই ফের জাঁকিয়ে ঠান্ডা ফিরবে। ততদিন অবশ্য মন খারাপ উত্তরবঙ্গের।
সোমবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২১ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে উত্তরের দুটি জেলায় বৃষ্টি হতে পারে।
যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী ২৪ ঘন্টায় কুয়াশা থাকতে পারে। আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না।