Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Weekly Winter Report: অবাধে ঢুকছে উত্তুরে হাওয়া, নতুন সপ্তাহে কনকনে শীত এই জেলাগুলিতে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Nov 2022,
  • Updated 3:45 PM IST
  • 1/8

জাঁকিয়ে শীত এখনও না পড়লেও মোটামুটি ভালই ঠান্ডার অনুভূতি হচ্ছে। এর মাঝেই দারুণ খবর দিল হাওয়া অফিস। ডিসেম্বর পড়তে আর বেশি দিন নেই। নতুন মাসের  দ্বিতীয় সপ্তাহেই জাঁকিয়ে শীত পড়তে চলেছ। 
 

  • 2/8

রাজ্যে বাধাহীনভাবে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। যার জেরে নিম্নমুখী তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এখন শীতের আমেজ।  তবে নভেম্বরে ঠান্ডা আর নতুন করে বাড়বে না। বরং তাপমাত্রা সামান্য উর্ধ্বমুখী হতে পারে। 

  • 3/8

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়া প্রবেশ করবে অবাধে। তাই উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার রাজ্যে প্রবেশে কোনও বাধা থাকছে না। ফলে বাধাহীনভাবে উত্তর পশ্চিমের শীতল বাতাস প্রবেশ করতে চলেছে রাজ্যে। সেইসঙ্গে বাতাসে জলীয় বাষ্প ক্রমশ কমছে। ফলে আগামী কয়েকদিন আবহাওয়া থাকবে শুষ্ক ।

  • 4/8

উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে  মঙ্গলবার পর্যন্ত  আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না।
 

  • 5/8

আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে জানান  হয়েছে।  তবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি নীচে।
 

  • 6/8

কলকাতা ও আশপাশের এলাকার আ গামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। 
 

  • 7/8

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিহার, ওডিশা, ঝাড়খণ্ডের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকায় শৈত্য প্রবাহের সম্ভাবনা। আগামী দুদিন ওড়িশাতে সকালের দিকে থাকবে কুয়াশা। আগামী আরও দুদিন পূর্ব রাজস্থানে বিচ্ছিন্ন কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহ চলবে।
 

  • 8/8

আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। অন্যদিকে আরেকটি ঘূর্ণাবর্ত পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরের ওপরে অবস্থান করছে। এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ এলকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৪-৫ দিন বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কেরল, উপকূল ও দক্ষিণ কর্নাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে।

Advertisement
Advertisement