ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। এবার অপেক্ষার অবসান হতে চলেছে। এমন স্বস্তির পূর্বাভাসই দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের ডিরেক্টর জি কে দাস বুধবার বিকেলেই জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে ঢুকে পড়তে চলেছে বর্ষা।
এদিকে আজ আষাঢ়ের প্রথম দিনেই কলকাতা শহরের মুখ ভার। বৃহস্পতিবার প্রাক-বর্ষার বৃষ্টিও চলবে একাধিক জেলায়। এই বৃষ্টির হাত ধরেই নামবে তাপমাত্রা।
এদিন কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর দক্ষিণবঙ্গের তিন জেলা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল। শহর কলকাতা-সহ জেলায়-জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল তুঙ্গে। বেলা বাড়লেই গরম অসহনীয় পরিস্থিতি তৈরি করছিল। তবে অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।
এদিকে সময়ের আগেই উত্তরবঙ্গে এবার প্রবেশ করেছে বর্ষা। ইতিমধ্যে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামী দিন চারেক উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরও সতর্কতা জারি রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, এদিনও কলকাতায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।