Advertisement

পশ্চিমবঙ্গ

Monsoon In West Bengal : দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে হয়তো আরও দু'তিন দিন, পূর্বাভাস হাওয়া অফিসের

শঙ্খ দাস
  • কলকাতা,
  • 16 Jun 2022,
  • Updated 6:04 PM IST
  • 1/8

উত্তরবঙ্গে বৃষ্টি যেমন চলছে, আপাতত তেমনই চলবে। বৃহস্পতিবার কার্যত এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। 

  • 2/8

হাওয়া অফিস জানাচ্ছে, মূলত উত্তরপূর্ব ভারত, সিকিম, ভুটানের কিছুটা এবং উত্তরবঙ্গে (North Bengal) বৃষটি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতেই ভাল বৃষ্টি হয়েছে। বিশেষত আলিপুরদুয়ার ও কোচবিহারের বেশকিছু জায়গায় ভারী থেকে অতিভারী বা কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। 

আরও পড়ুনপড়তি বাজারেও এই ৫ সংস্থার শেয়ার কিনলে হতে পারেন কোটিপতি

 

  • 3/8

আগামী ৪৮ ঘণ্টাতেও ভারী থেকে অতি ভারী এবং কোচবিহার-আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ৩ দিন পরেও চলবে বৃষ্টি। 

  • 4/8

আর এই বৃষ্টির জেরে তাপমাত্রাতেও তেমন কিছু পরিবর্তন হবে না। 

আরও পড়ুন'অগ্নিপথ নিয়োগ যোজনা' রইল বেতন ও শিক্ষাগত যোগ্যতার খুঁটিনাটি

  • 5/8

তবে লাগাতার বৃষ্টির জেরে ইতিমধ্যেই উত্তরবঙ্গের প্রায় সব নদীর জলস্তর বেড়েছে এবং আরও কিছুটা বাড়তে পারে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। জল জমতে পারে নিচু এলাকাগুলিতে। নষ্ট হতে পারে মাঠের ফলস। 

  • 6/8

এছাড়া বৃষ্টিতে দার্জিলিং ও কালিম্পংয়ের কোথাও কোথাও ভূমিধস ও দৃশ্যমানতা কম হয়ে যেতে পারে। 

  • 7/8

সেক্ষেত্রে ট্রাফিক অ্যাডভাইজারি মেনে চলা, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে থাকা এবং কৃষকদের মাঠের পাকা ফসল তুলে নেওয়ার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস। 

  • 8/8

অন্যদিকে দক্ষিণবঙ্গে (South Bengal) বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। সেক্ষেত্রে আগামী ২-৩ দিনের মধ্যে বর্ষা (Monsoon 2022) প্রবেশ করতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement