ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী (South Bengal)। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
আর এই পরিস্থিতি আপাতত জারি থাকবে বলেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বড় কোনও ওয়েদার সিস্টেম নেই।
মৌসুমী অক্ষরেখা অনেকটা ওপরে উত্তরের দিকে হিমালয়ের পাদদেশ বরাবর রয়েছে।
ফলে আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে মূলত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতই হবে। কোথাও কোথাও হতে পারে মাঝারি বৃষ্টিপাত।
তবে আগামী ২৪ ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে কিছুটা বেশি বৃষ্টিপাত হবে।
একই অবস্থা শহর কলকাতারও। হাওয়া অফিস জানাচ্ছে কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকাতেও মূলত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিরই পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) আগামী ৫ দিন কিছুটা বেশ বৃষ্টিপাত হতে পারে। তারমধ্যে ২-১ জায়গায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।