তেমন ভাবে শীত না পড়লেও উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বাড়ছে কুয়াশার ঘনত্ব। কোথাও কোথাও সকালের দিতে দৃশ্যমানতা ২০০ মিটারেরও কম রয়েছে।
আজও ঘন কুয়াশার চাদরে ঢেকে দিন শুরু হল শহর কলকাতার। কয়েকদিন ধরেই চলছে এই কুয়াশার দাপট। তবে সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লেই মেঘমুক্ত আকাশের দেখা মিলছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আজও মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবারের মত আজও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশ, সর্বনিম্ন থাকবে ৩০ শতাংশ।
রাতের তাপমাত্রা স্বাভাবিকের বেশি এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামী কাল সকালেও কুয়াশার সম্ভাবনা রয়েছে শহরে।জানা গিয়েছে ১৫ ডিসেম্বরের আগে কলকাতায় শীত পড়বে না।
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই সর্বনিম্ন চাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩-৪ দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গে আগামীকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা নামবে। দক্ষিণবঙ্গে এখনই তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা নেই। ১৫ ডিসেম্বর এর পর তাপমাত্রা নামার সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা।
আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় কুয়াশার দাপট দেখা দিতে পারে। এছাড়া আগামী ৩ থেকে ৪ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কুয়াশার দাপটে কমতে পারে দৃশ্যমান্যতা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়ার সেরকম কোনও পরিবর্তন হবে না। আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আগামী দুদিন কুয়াশার দাপট দেখা দিতে পারে। এছাড়া আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কুয়াশার দাপট থাকবে। কমতে পারে দৃশ্যমান্যতা।
এদিকে ১১-১২ ডিসেম্বর নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। তাতে উত্তর ভারতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এর প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখ উত্তরাখন্ড ,উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখন্ড হিমাচল প্রদেশ সহ সংলগ্ন এলাকায়।