সন্ধ্যের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal) জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হলেও, দিনভর তীব্র গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল মানুষ। সেক্ষেত্রে বর্ষা করে আসে পারে, উঠতে শুরু করেছে সেই প্রশ্নও।
আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানাচ্ছে, আর ২ দিনের মধ্যেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকতে পারে বর্ষা (Monsoon 2023)। দক্ষিণ বঙ্গোপসাগরে ঢুকবে বর্ষা, একইসঙ্গে নিকোবর ও দক্ষিণ আন্দামান সাগরেও পরিস্থিতি অনুকূল।
তবে কেরলে পয়লা জুনের পরিবর্তে বর্ষা ঢুকতে ৪ঠা জুন হতে পারে। যদিও কেরলে বর্ষা ঢোকার সঙ্গে পশ্চিমবঙ্গে বা বাংলায় বর্ষার প্রবেশের কোনও সম্পর্ক নেই।
হাওয়া অফিস জানচ্ছে, আগামী তিন-চার দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের (North Bengal) কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে। বাকি জেলাগুলিতেও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) আরও জানাচ্ছে, আগামী কয়েকদিন বজ্র্যবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা মূলত হতে পারে সন্ধেবেলা।
সকাল থেকে বিকেল পর্যন্ত গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিই বজায় থাকবে। একইরকম থাকবে তাপমাত্রাও। শহর কলকাতার (Kolkata) ক্ষেত্রেও রয়েছে একই ধরনের পূর্বাভাস।
আরও পড়ুন - আবাসনের ১৮-তলা থেকে ঝাঁপ দিয়ে 'আত্মঘাতী' তরুণী, কামালগাজিতে চাঞ্চল্য