Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Monsoon Date: আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, রাজ্যে বর্ষা কবে ঢুকছে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jun 2023,
  • Updated 7:03 PM IST
  • 1/10

রাজ্য জুড়ে তীব্র দহনজ্বালা। গরমে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে গলদঘর্ম অবস্থা। দহনের সঙ্গে অস্বাভাবিক আর্দ্রতায় অস্বস্তিজনক পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। 

  • 2/10

অসুস্থ হয়ে পড়ছে বাচ্চা থেকে বুড়ো। এদিকে গরম কমার নামই নেই। নেই বৃষ্টিও। এই পরিস্থিতে রাজ্যবাসী তীর্থের কাকের মতো চেয়ে বৃষ্টির দিকে। কেরালাতে আজই ঢুকেছে বর্ষা। অপেক্ষায় দিন গুনছে বাংলা। রাজ্যে কবে ঢুকছে বর্ষা?

  • 3/10

সর্বশেষ পাওয়া রিপোর্টে জানা গেছে, কেরালায় বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরও অগ্রগতি হয়েছে। 

  • 4/10

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের অবশিষ্ট অংশ এবং মধ্য আরব সাগরের কিছু অংশ, সমগ্র লাক্ষাদ্বীপ এলাকা, কেরালার বেশিরভাগ অংশ, দক্ষিণ তামিলনাড়ুর বেশিরভাগ অংশ, কমোরিন এলাকার অবশিষ্ট অংশ, মান্নার উপসাগর এবং দক্ষিণ-পশ্চিমের আরও কিছু অংশে অগ্রসর হয়েছে। মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে আজ, ৮ জুন প্রবেশ করেছে।

  • 5/10

গত ২৪ ঘণ্টায়, দক্ষিণ-পূর্ব আরব সাগরে মেঘ জমাট বেঁধেছে। গত ২৪ ঘণ্টায় কেরালায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। 

  • 6/10

মধ্য আরব সাগরের আরও কিছু অংশ, কেরালার বাকি অংশ, তামিলনাড়ুর আরও কিছু অংশ, কর্ণাটকের কিছু অংশ এবং দক্ষিণ-পশ্চিমের আরও কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য পরিস্থিতি অনুকূল।

  • 7/10

আগামী ৪৮ ঘণ্টায় মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব রাজ্যের কিছু অংশে এই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়বে বলে পূর্বাভাস। ফলে ১০ জুনের পর রাজ্যে বর্ষা ঢোকার পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস। 

  • 8/10

এদিকে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে আরও তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে বিপর্যয়। পরবর্তী তিনদিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের দিকে অগ্রসর হবে। ঘূর্ণিঝড় বিপর্যয় গোয়ার ৮৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এবং মুম্বই থেকে ৯১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কেন্দ্রীভূত রয়েছে। ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।

  • 9/10

মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ৯ থেকে ১১ জুনের মধ্যে সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাত অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। লাক্ষাদ্বীপ, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্রের উপকূলীয় এলাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে। ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাব দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে অনুভূত হতে পারে বলে আশা করা হচ্ছে। আইএমডি এই অঞ্চলগুলিতে আগামী পাঁচ দিনের জন্য ঝোড়ে হাওয়া বওয়ার সতর্কতা জারি করেছে।

  • 10/10

আজ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, আসানসোল, পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। গরমে দক্ষিণবঙ্গকে টেক্কা দিচ্ছে উত্তরবঙ্গই। বাগডোগরায় তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

 

(Picture Credits: PTI)

Advertisement
Advertisement