Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Monsoon 2022 : আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে, কেন?

শঙ্খ দাস
  • কলকাতা,
  • 08 Jul 2022,
  • Updated 6:04 PM IST
  • 1/7

কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal) এখনই বড়সড় কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পরিস্থিতিও মোটামুটি একইরকম। 

  • 2/7

শুক্রবার হাওয়া অফিস জানায়, ৫ দিন ধরে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে এমন  কোনও অবস্থা দেখা যায়নি, যা উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি বয়ে আনবে। 

  • 3/7

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, এই মুহূর্তে যে ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখা রয়েছে, তা বাংলা থেকে দূরে। ফলে তার প্রভাব এরাজ্যে পড়ছে না। 

আরও পড়ুন১৬ তারিখ কর্কটে প্রবেশ সূর্যের, শিবের কৃপায় উন্নতি ৫ রাশির

  • 4/7

যার জেরে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি এবং দক্ষিণবঙ্গে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায় (Kolkata) বিক্ষিপ্তভাবে অল্প পরিমানে কিছুটা বৃষ্টিপাত হবে। তবে মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান সহ বাকি জায়গায় বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। 

  • 5/7

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে গত পয়লা জুন থেকে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রায় ৫০ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। আর উত্তরবঙ্গে (North Bengal) জুন মাসে ভাল বৃষ্টি হলেও এখন  কার্যত শুকনোই। যদিও উত্তরবঙ্গে এখনও পর্যন্ত ২৫ শতাংশ বৃষ্টি বেশি হয়েছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

  • 6/7

তাঁরা আরও জানাচ্ছেন, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার জন্য বাংলাদেশ ও সংলগ্ন এলকায় নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের প্রয়োজন হয়, যা এখন দেখা যাচ্ছে না। 

  • 7/7

ফলে দক্ষিণবঙ্গে এখন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি বেশি রয়েছে। আর এই অস্বস্তিদায়ক আবহাওয়া আপাতত জারি থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।   

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement