পূর্বাভাস মেনেই সময়ের আগে বাংলায় প্রবেশ করল বর্ষা। গতকাল, শুক্রবার উত্তরবঙ্গের কয়েকটা জেলায় বর্ষা প্রবেশ করেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্সে প্রবেশ করেছে বর্ষা। সব ঠিক থাকলে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে।
সাধারণত ৭ জুন উত্তরবঙ্গে প্রবেশ করে বর্ষা। এ বছর গোটা দেশেই আগেভাগে ঢুকেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। বাংলায় ঢুকল ৪ দিন আগে।
শুক্রবার বর্ষা প্রবেশ করেছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। সেই সঙ্গে গোটা সিকিমে।
বর্ষা প্রবেশের আগে থেকেই রাজ্যজুড়ে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। বৃষ্টি শুরু হয়েছে তরাই ডুয়ার্সেও। আগামী ৫দিনে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বিশেষ করে দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি,কোচবিহার এবং আলিপুরদুয়ার- এই পাঁচ জেলায়।
এর মধ্যে দু'এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বেশি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
৬ জুন থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। সেই সঙ্গে দুই দিনাজপুরেও দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ। এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ।
তাপমাত্রায় খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। কলকাতার ক্ষেত্রে ২৪ ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।