জামাইষষ্ঠী মানেই দেদার খাওয়া-দাওয়া। তবে গত কয়েকদিন ধরে জ্যাবজ্যাবে গরমের জেরে কিছুটা হলেও কপালে চিন্তার ভাঁজ পড়েছে শ্বশুর-শাশুড়িদের। এই গরমে জামাই আদরে আবহাওয়া বাধ সাধবে না তো ? এটাই এখন প্রশ্ন।
যদিও সেজন্য তাকিয়ে থাকতে হচ্ছে হাওয়া অফিসের দিকেই। স্বস্তির কথা হল, হাওয়া অফিস কিন্তু সুখবর দিয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রবিবার প্যাচপেচে গরম থাকবে না।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, গতকাল উত্তরবঙ্গের কয়েকটা জেলায় বর্ষা প্রবেশ করে গেছে। আগামী ৫দিন তা বাড়বে। বৃষ্টি বাড়বে দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত ভাবে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সাথে দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী ৩ থেকে ৪ দিন।
শুধু তাই নয়, আগামী চারদিন দক্ষিণবঙ্গের জায়গায় জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে গরম থেকে অনেকটাই মুক্তি মিলবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। ৬ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। সেই সাথে দুই দিনাজপুরেও দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার ক্ষেত্রে আগামী ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। অর্থাৎ শহরবাসীর জন্যও সুখবর।