Advertisement

পশ্চিমবঙ্গ

South Bengal Monsoon Update : উত্তরবঙ্গে আজ বাড়বে বৃষ্টি, দক্ষিণেও ভারী বর্ষার দিনক্ষণ জানিয়ে দিল হাওয়া অফিস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jun 2022,
  • Updated 7:47 AM IST
  • 1/7

উত্তরবঙ্গে (North Bengal) ভারী বর্ষণ, আর সেই তুলনায় অনেকটাই শুকনো দক্ষিণবঙ্গ, বিগত বেশকিছুদিন ধরে এটাই মোটামুটি রাজ্যের আবহাওয়ার চিত্র। 

  • 2/7

তবে এবার আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী মাসের শুরুতেই হয়ত দক্ষিণবঙ্গ পেতে পারে ভারী বর্ষা। ৩০ তারিখের পর দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

  • 3/7

ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়। তবে তার আগের সময়টা দক্ষিণবঙ্গে হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। 

আরও পড়ুন২২০ থেকে ৭৫ কেজি আদনান সামি, এই ৬ খাবারেই...

  • 4/7

শুধুমাত্র আগামিকাল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদের ২-১ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 5/7

আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ থাকবে আংশিক মেঘলা। ২-১ জায়গায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এদিন শহরের (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।

আরও পড়ুনএই ৬ জিনিস বাড়িতে নেই তো? পথে বসিয়ে ছাড়ে!

  • 6/7

অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসই দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। এমনকি আজ বৃষ্টি বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। ৩০ তারিখ থেকে বৃষ্টি সামান্য কমতে পারে উত্তরবঙ্গে। 

  • 7/7

আর এই লাগাতার বৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধি, নিচু এলাকায় জল জমে যাওয়া, ভূমি ধ্বস এবং ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement