Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weather Update : আজ ঠান্ডায় জবুথবু হবে কলকাতা, কাল পারদ আরও নামবে

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 19 Dec 2021,
  • Updated 8:16 AM IST
  • 1/10

West Bengal Weather Update: আজ, রবিবার থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। শীতে জবুথবু হবে কলকাতা। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন: শীতের 'সুপারফুড' লালশাক, ভাল রাখে চোখ-দাঁত, সারায় অ্যানিমিয়া, আরও অনেক গুণ

  • 2/10

ডিসেম্বর শেষ হতে চলল। তবে এখনও দেখা নেই শীতের। আলিপুর কবে ঘোষণা করে, সে জন্য অপেক্ষা করছে বাংলা। তবে এর মাঝে আলিপুর আবহওয়া অফিস থেকে ভাল খবর এল।

আরও পড়ুন: ৩০ বছর বয়সের পর মা হতে চাইলে এই ৫ জরুরি জিনিস মাথায় রাখুন

  • 3/10

তারা জানাচ্ছে, রবিবার থেকে পারদ আরও নামবে। পৌষের শুরুতেই জাঁকিয়ে ঠান্ডায় কাঁপবে রাজ্য। বিক্ষিপ্ত ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে।

আরও পড়ুন: পর্নে মানা, অন্য মহিলার সঙ্গে সম্পর্কেও! স্বামীকে 'বেঁধে' রাখতে আজব নিয়ম স্ত্রীর

  • 4/10

আপাতত এটুকু নিয়েই থাকতে হবে। শীতের জন্য হয় তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কলকাতায় বেশ ঠান্ডার আমেজে কাটবে রবিবার। আজ কলকাতায় পুরসভার ভোট রয়েছে। সকাল থেকে বিভিন্ন বুথে মানুষের ভিড় দেখা গিয়েছে।

আরও পড়ুন: কিডনি স্টোনের আশঙ্কা কমায়-ইমিউনিটি বাড়ায় কমলালেবু, রয়েছে আরও অনেক গুণ

  • 5/10

সরকারি ভাবে শীত এখনও আসেনি। তবে গত বেশ কয়েকদিন ধরে রাজ্য়ে ঠান্ডা রয়েছে। ফলে এই আবহাওয় ভালই উপঘোব করছেন মানুষ। 

আরও পড়ুন: ব্লাড প্রেশারে ভুগছেন? মুলো খেয়েও নিয়ন্ত্রণ করতে পারেন, এছাড়াও...

  • 6/10

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে সামান্য কুয়াশা থাকতে পারে।

আরও পড়ুন: দু'হাতে কোনও ক্রমে ঢাকার চেষ্টা! পুনমের বোল্ড TOPLESS ছবি ভাইরাল

  • 7/10

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। জেলায় ১১ ডিগ্রি সেলসিয়াসের নীচে পারদ। 

  • 8/10

এবার দেখে নেওয়া যাক আগামী কয়েকদিন কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মহানগরীর আকাশ থাকবে পরিষ্কার।

  • 9/10

কাল, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা আরও একটু কমতে পারে। এবং তা পৌঁছে যেতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

  • 10/10

উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে থাকবে শুষ্ক প্রকৃতির আবহওয়া। আগামী কয়েকদিন বাংলার আবহাওয়ার ছবি এমনই থাকার কথা। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement