মেঘলা আকাশ আর হালকা রোদের লুকোচুরি খেলা। উধাও হয়েছে গরম। সকাল আর রাতে হালকা শীত শীত ভাব। এই আমেজে মজে বঙ্গ।
লক্ষ্মী পুজোয় বৃষ্টির পর মাঝেমধ্যে আকাশের মুখ ভার দেখে অনেকেই আশঙ্কিত, বৃষ্টির খবর এল নাকি?
লক্ষীপুজোর পর কালীপুজোও কী বৃষ্টিতে ভাসবে বাংলা? আলিপুর আবহাওয়া দফতরে সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং-এ ৪৮ ঘণ্টা পরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ ছাড়া বাদবাকি উত্তরবঙ্গের জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
উত্তরবঙ্গে দিন ও রাতের দিকে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না।
৩ ও ৪ তারিখ কালীপুজো ও দিওয়ালিতে কলকাতার তাপমাত্রা স্বাভাবিক এড় নীচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে রাতের দিকে তাপমাত্রা কমতে শুরু করবে।
দেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। তবে তারপরও ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকূটি তৈরি হয়েছিল। তবে আপাতত সেই আশঙ্কার মেঘ কেটেছে।