Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Monsoon Update: আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষা কবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jul 2022,
  • Updated 6:59 AM IST
  • 1/8

Weather Update: এবছরে দুর্বল বর্ষা দক্ষিণবঙ্গে। ফলে ছিটেফোঁটা বৃষ্টিতেই মন ভেজাতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীদের। এদিকে, উত্তরবঙ্গেও তীব্র গরম কাটিয়ে রবিবার থেকে নেমেছে বৃষ্টি। দক্ষিণবঙ্গে কবে থেকে ভারী বর্ষা?
 

  • 2/8

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪-৫ দিন বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। 
 

  • 3/8

তবে আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনও বদল আপাতত হচ্ছে না। এমনকি ভারী বৃষ্টির সম্ভাবনাও আপাতত নেই।
 

  • 4/8

মৌসুমী অক্ষরেখা আরব সাগর থেকে উত্তর ওড়িশা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকলেও তা দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই দূরে।
 

  • 5/8

দক্ষিণবঙ্গে আগামী ৪ দিন ভারী বৃষ্টির দেখা নেই। কলকাতাতেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
 

  • 6/8

উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। 
 

  • 7/8

১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে। মালদহ এবং দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
 

  • 8/8

কলকাতায় হালকা মেঘলা আকাশ থাকবে। আজ কলকাতা ও আলিপুরের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement