আজ থেকে বদলাবে বাংলার আবহাওয়া। কেরালায় ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে। তীব্র দহন থেকে স্বস্তি মিলেছে দক্ষিণের আরও কিছু রাজ্যে। বাংলার ক্ষেত্রে প্রাক্-বর্ষার বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে।
আজ শুক্রবার, ৯ জুন থেকে ১৫ জুন অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোথাও হালকা-মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি কোথাও বা অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
আজ ও কাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। আগামিকাল ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে।
রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায়। রবিবার থেকে বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।
এই তো গেল উত্তরবঙ্গ। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এখন তাপপ্রবাহ চলবে। আপাতত স্বস্তির কোনও খবর নেই। জলীয়বাষ্প জমে মেঘ থাকার কারণে বৃহস্পতিবার বেলায় আচমকাই কলকাতা ও সংলগ্ন কিছু জেলায় বৃষ্টি নামে। তবে এই বৃষ্টি সাময়িক স্বস্তি দেবে। এরপর ফের দহন বাড়বে বলে মনে করছে আবহাওয়াবিদেরা।
বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। বাকি জেলা গুলিতেও অস্বস্তিকর আবহাওয়া গরম বাড়াবে।
কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তবে সেইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। রবিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে।
এদিকে, শুক্রবার ভারতের আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয় আগামী ৩৬ ঘণ্টার মধ্যে আরও তীব্র হবে বলে মনে করা হচ্ছে। আগামী দুই দিনের মধ্যে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।
অত্যন্ত তীব্র এই ঘূর্ণিঝড়টি শেষবার পূর্ব-মধ্য আরব সাগরে ৮ জুন IST ২৩.৩০ মিনিটে রেকর্ড করা হয়েছিল, গোয়ার প্রায় ৮৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এবং মুম্বইয়ের ৮৭০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে।
উত্তর-পূর্বে বর্ষার আগমন রবিবারের মধ্যে বাংলায় প্রবেশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করবে। কলকাতা, হাওড়া এবং হুগলি সহ উপকূলীয় জেলাগুলিতে রবিবার এবং সোমবার বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।