Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weather Update-Monsoon: রবিবার থেকেই বদলে যাবে আবহাওয়া, উত্তর ও দক্ষিণবঙ্গে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jun 2023,
  • Updated 7:28 PM IST
  • 1/10

আজ থেকে বদলাবে বাংলার আবহাওয়া। কেরালায় ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে। তীব্র দহন থেকে স্বস্তি মিলেছে দক্ষিণের আরও কিছু রাজ্যে। বাংলার ক্ষেত্রে প্রাক্-বর্ষার বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে। 

  • 2/10

আজ শুক্রবার, ৯ জুন থেকে ১৫ জুন অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোথাও হালকা-মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি কোথাও বা অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

  • 3/10

আজ ও কাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। আগামিকাল ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে।

  • 4/10

রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায়। রবিবার থেকে বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।

  • 5/10

এই তো গেল উত্তরবঙ্গ। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এখন তাপপ্রবাহ চলবে। আপাতত স্বস্তির কোনও খবর নেই। জলীয়বাষ্প জমে মেঘ থাকার কারণে বৃহস্পতিবার বেলায় আচমকাই কলকাতা ও সংলগ্ন কিছু জেলায় বৃষ্টি নামে। তবে এই বৃষ্টি সাময়িক স্বস্তি দেবে। এরপর ফের দহন বাড়বে বলে মনে করছে আবহাওয়াবিদেরা।

  • 6/10

বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। বাকি জেলা গুলিতেও অস্বস্তিকর আবহাওয়া গরম বাড়াবে।

  • 7/10

কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তবে সেইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। রবিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে।

  • 8/10

এদিকে, শুক্রবার ভারতের আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয় আগামী ৩৬ ঘণ্টার মধ্যে আরও তীব্র হবে বলে মনে করা হচ্ছে। আগামী দুই দিনের মধ্যে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।

  • 9/10

অত্যন্ত তীব্র এই ঘূর্ণিঝড়টি শেষবার পূর্ব-মধ্য আরব সাগরে ৮ জুন IST ২৩.৩০ মিনিটে রেকর্ড করা হয়েছিল, গোয়ার প্রায় ৮৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এবং মুম্বইয়ের ৮৭০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। 

  • 10/10

উত্তর-পূর্বে বর্ষার আগমন রবিবারের মধ্যে বাংলায় প্রবেশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করবে। কলকাতা, হাওড়া এবং হুগলি সহ উপকূলীয় জেলাগুলিতে রবিবার এবং সোমবার বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement