Advertisement

পশ্চিমবঙ্গ

Saraswati Puja Weather: ঠান্ডা অধরাই সরস্বতী পুজোর সকালে, আগামী সপ্তাহে ফের নামছে পারদ

Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jan 2023,
  • Updated 7:26 AM IST
  • 1/9

মাঘ মাসেই বসন্তের আগমনী। দিনের বেলায় গায়ে গরম জামাকাপড় চাপালে অস্বস্তি  হচ্ছে রীতিমত৷  দিনে দিনে বাড়ছে তাপমাত্রা।
 

  • 2/9

 শীতের আমেজ দিনে দিনে কমার পূর্বাভাসই দিচ্ছে হাওয়া অফিস। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গে আপাতত আগামী কয়েকদিন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশিই। 
 

  • 3/9

আজ ২৬ জানুয়ারির প্রজাতন্ত্র দিবস, সঙ্গে  সরস্বতী পুজো। রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় ঠান্ডা থাকবেই না আগেই জানিয়ে দিয়েছিল হাওয়া অফিস।  কলকাতা ন্যূনতম তাপমাত্রা আগামী কয়েকদিন ১৯ ডিগ্রির কাছাকাছি থাকবে। তাপমাত্রা এর নীচে নামার সম্ভাবনা নেই।  এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি।

 

 

 
 

 

 

  • 4/9

বুধবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঠান্ডা কম থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত আগামী কয়েকদিন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশিই। 
 

  • 5/9

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস চলতি সপ্তাহে তাপমাত্রার বিশেষ বদল দেখতে পাওয়া যাবে না বাংলায়।  ২৮ জানুয়ারি পর্যন্ত  দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। 

  • 6/9

 তবে ২৯ ও ৩০ তারিখ নাগাদ ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। যদিও ৩১ তারিখে আবার ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়ব। ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে একটু বেশি ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়া সম্ভাবনা রয়েছে।

  • 7/9


দক্ষিণবঙ্গে তাপমাত্রার ওঠানামা জারি থাকলেও উত্তরবঙ্গের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে না। বর্তমানে যে তাপমাত্রা রয়েছে সেই স্থিতাবস্থাই বজায় থাকবে আগামী ৫ দিন। 

  • 8/9

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট চলবে। কলকাতাতেও কুয়াশা থাকবে সকালের দিকে। তবে বেলা বাড়তেই দেখা মিলবে রোদের।

  • 9/9

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর বর্তমানে একটি বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। তার জেরেই বাড়ছে তাপমাত্রা।

Advertisement
Advertisement