Advertisement

পশ্চিমবঙ্গ

Temperature Today: আগামী কয়েকদিনে শীত বাড়বে না কমবে? জানাল আবহাওয়া দফতর

Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Dec 2023,
  • Updated 6:57 AM IST
  • 1/10

ঘূর্ণিঝড় মিগজাউমের রেশ কাটতেই জাঁকিয়ে শীত পড়তে শুরু করে দিয়েছে। কলকাতা তথা দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের আমেজ। 

  • 2/10

আপাতত আর বৃষ্টিরও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে পারদ আরও দ্রুত নামবে। 

  • 3/10

ইতিমধ্যেই বর্ধমানে তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। বাঁকুড়ায় ১৩.৮ ডিগ্রি। বীরভূম, জলপাইগুড়ি ও কোচবিহারেও ১৫ ডিগ্রির নিচে।

  • 4/10

তবে কলকাতাও ব্রাত্য নয়। আবহাওয়াবিদরা বলছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতাতেও তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। 

  • 5/10

উত্তরবঙ্গে এই সময়ে পর্যটন মরসুম। আর মরসুমের শুরুতে জাঁকিয়ে শীত ভালই অনুভব করছেন উত্তরবঙ্গবাসী। তবে আগামী সপ্তাহে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 6/10

আগামী মঙ্গল, বুধবার নাগাদ দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। 

  • 7/10

গত সপ্তাহে বৃষ্টি, আর্দ্রতার জন্য মাঝে শীতের আমেজ বাধাগ্রস্ত হয়েছিল। কিন্তু মেঘ কাটতেই দ্রুত উত্তর-পশ্চিম হাওয়া প্রবেশ করতে শুরু করে। 

  • 8/10

এর ফলে গত সপ্তাহের শেষে কলকাতা ও শহরতলিতে রাতে পারদ এক ধাক্কায় ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। 

  • 9/10

সোমবার তা আরও কমে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে বলে মনে করা হচ্ছে। ফলে এবার হয় তো সোয়েটার, চাদর বের করে ফেলতে হবে কলকাতাবাসীকে। 

  • 10/10

পশ্চিমের জেলাগুলিতে এমনিতেই শীত বেশি থাকে। ফলে সেখানে আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা থাকবে বলে মনে করা হচ্ছে। 

Advertisement
Advertisement