Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Weather Forecast: উত্তরে হাওয়ার দাপটে স্বাভাবিকের ৪ ডিগ্রি নীচে পারদ, আর কতদিন শীতের ব্যাটিং?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Feb 2022,
  • Updated 7:39 AM IST
  • 1/9

আপাতত কোনও ঝঞ্ঝার বিপদ নেই রাজ্যের ওপর। ফলে শীতের পথেও কোনও বাধা নেই। সেই কারণে বাংলা জুড়ে আবার ফিরেছে শীত। 
 

  • 2/9

আপাতত কোনও ঝঞ্ঝার বিপদ নেই রাজ্যের ওপর। ফলে শীতের পথেও কোনও বাধা নেই। সেই কারণে বাংলা জুড়ে আবার ফিরেছে শীত। 
 

  • 3/9

বঙ্গ থেকে বৃষ্টি আপাতত বিদায় নিয়েছে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন-চারদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। প্রধানত পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকবে।
 

  • 4/9

 যেহেতু উত্তরে হাওয়া ঢুকছে তাই আগামী তিন দিনে শীতের আমেজ একই থাকবে। কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি  ও ১৪  ডিগ্রির আশেপাশে থাকবে। 
 

  • 5/9

তবে, আপাতত তাপমাত্রার হেরফের হওয়ার বিশেষ কোনও সম্ভাবনা নেই। রাতের দিকে শহরে পারদপতন হতে পারে।
 

  • 6/9

আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
 

  • 7/9

আজ রববিরা কলকাতার  সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নীচে তাপমাত্রা। সপ্তাহন্তের দিনটা কনকনিয়ে ঠান্ডা অনুভব করছেন শহরবাসী। শীতের আমেজ ফিরেছে শহরে।

  • 8/9


উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিনের পঞ্চম দিনে দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া আর কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই।

  • 9/9

আবহাওয়া দফতর বলছে, মাঘের শেষে জমিয়ে ব্যাটিং করবে শীত। ফলত ফাল্গুনের শুরুতেও পাওয়া যাবে শীতের  আমেজ। তবে তারপর থেকেই চড়বে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলার দিকে পরিষ্কার থাকবে আকাশ।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement