Advertisement

Chandranath Sinha: রাজ্যের আরেক মন্ত্রীর বাড়িতে ED-র তল্লাশি, বাড়ি ঘিরেছে কেন্দ্রীয় বাহিনী

জানা যাচ্ছে, এদিন সকালে ইডি পৌঁছয় চন্দ্রনাথের বীরভূমের বাড়িতে। চন্দ্রনাথ বাড়িতে নেই। তিনি রয়েছেন মুরারইয়ে গ্রামের বাড়িতে। বোলপুরের বাড়িতে রয়েছেন স্ত্রী ও দুই ছেলে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে এসেছে চন্দ্রনাথের নাম। সেই সূত্রেই ইডি আজ তল্লাশি অভিযানে নেমেছে।

Chandranath Sinha
Aajtak Bangla
  • বোলপুর,
  • 22 Mar 2024,
  • अपडेटेड 10:42 AM IST

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর নজরে রাজ্যের আরও এক মন্ত্রী। আজ অর্থাত্‍ শুক্রবার সকাল থেকেই রাজ্যের ক্ষদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দিল ইডি। বোলপুরের নীচুপট্টিতে চন্দ্রনাথের বাড়ি ইতিমধ্যেই ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে ইডি-র তল্লাশি। চন্দ্রনাথ ছাড়াও রাজ্যের একাধিক জায়গায় মেগা তল্লাশি অভিযানে আজ নেমেছে ইডি।

জানা যাচ্ছে, এদিন সকালে ইডি পৌঁছয় চন্দ্রনাথের বীরভূমের বাড়িতে। চন্দ্রনাথ বাড়িতে নেই। তিনি রয়েছেন মুরারইয়ে গ্রামের বাড়িতে। বোলপুরের বাড়িতে রয়েছেন স্ত্রী ও দুই ছেলে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে এসেছে চন্দ্রনাথের নাম। সেই সূত্রেই ইডি আজ তল্লাশি অভিযানে নেমেছে। এদিন সকাল ৯টা ১০ মিনিটে কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে চন্দ্রনাথের বাড়ি। এরপরেই ইডি-র ৫ জন অফিসার চন্দ্রনাথের বাড়িতে ঢোকে। বোলপুরে চন্দ্রনাথের বাড়িটি জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ির খুব কাছেই।  

 আজ সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় অভিযানে নেমেছে ইডি। একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে যান ইডি আধিকারিকেরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে জানা গিয়েছে, চেতলা, লেকটাউন-সহ মোট তিন জায়গায় তল্লাশি অভিযান চলছে। চেতলায় পিয়ারীমোহন রায় রোডের একটি বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা। বাড়িটি বিশ্বরূপ বসু নামের এক ব্যবসায়ীর বলে জানা গিয়েছে। তিনি ব্যবসায়ী।

বৃহস্পতিবার বালিগঞ্জ, পার্ক স্ট্রিট-সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। তাঁদের পাশাপাশি আয়কর দফতরও সক্রিয়। বুধবারই তাঁরা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের নিউ আলিপুরের ফ্ল্যাটে আচমকা হানা দিয়েছিল। তিনদিন হতে চলল, এখনও চলছে আয়কর বিভাগ। যদিও কী জন্য তল্লাশি চলছে তার সঠিক কারণ আনুষ্ঠানিক ভাবে এখনও জানা যায়নি।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement