ঘূর্ণিঝড় দানা-র প্রভূত ক্ষতি করেছে শীতকালীন সব্জি, ধানের। এবার চাষিরা আতঙ্কিত হাতির হানার জন্য। ইতিমধ্যে গোটা ঝাড়গ্রাম জেলায় দানা-র প্রভাবে লণ্ডভণ্ড চাষের ফসলের। প্রবল বৃষ্টির ফলে ফসল মাঠে পড়েই নষ্ট হচ্ছে। তারই মধ্যে ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকায় প্রায় ২৫-৩০ টি হাতির একটি দল আসায় চিন্তায় ঘুম উড়েছে গ্রামবাসীর। ওই হাতির দল চাষের ক্ষেতে ক্ষতি করবে বলে শঙ্কিত কৃষকরা।